বিনোদন ডেস্ক : গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে থাকেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। গভীর রাতে সেই বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত আঘাত করে পালিয়ে যায়।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুর্বৃত্তদের আটকাতে গিয়ে আহত হন সাইফ। যখন ডাকাতির চেষ্টা করা হয়, ওই সময় দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে জখম হন অভিনেতা।
এ প্রসঙ্গে বান্দ্রা ডিভিশনের ডিসিপি বলেন, সাইফের বাড়িতে রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। এই মুহূর্তে আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন সাইফ।
লীলাবতী হাসপাতালের চিকিৎসক বলেন, সাইফের বাড়িতে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েছিল। ছুরিকাঘাতের পর রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। অভিনেতার শরীরে ছয়টি আঘাত রয়েছে। যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। অস্ত্রোপচারের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
বিষয়টি নিয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, সাইফ লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একইসঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।
জানা গেছে, বান্দ্রার সৎগুরু শরণ ভবনে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারীকে নিয়ে থাকেন সাইফ। কড়া নিরাপত্তা থাকার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা অবাক করেছে সবাইকে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।