স্পোর্টস ডেস্ক: গত ৩০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলায় পর্দা উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের। ঢাকার প্রথম পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দিন বিরতির সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছিল সিলেট পর্বের খেলা। সব মিলিয়ে এখন পর্যন্ত ২০ টি ম্যাচ শেষ হয়েছে। ইতোমধ্যে গ্রুপ লড়াই প্রায় অর্ধেক শেষ হয়েছে। মিরপুর থেকে সিলেট হয়ে এবার চট্টগ্রাম পর্ব মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের লড়াই।
এবারে সিলেট পর্বে বিপিএল ইতিহাসের সেরা কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে অন্যতম বরিশাল ও রংপুরের রোমাঞ্চকর লড়াই, যেখানে শেষ ওভারে ৩০ রান তুলে বরিশাল ডুবিয়েছিলেন নুরুল হাসান সোহান।
এ ছাড়াও সিলেটের মাঠে আইপিএলের রেকর্ডকেও ভেঙে দিয়েছেন ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ তামিম। রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে করা ২৫৪ রানের মধ্যে ওপেনিং জুটিতেই লিটন-তামিম তুলেছেন ২৪১ রান। এ রকম নানা রোমাঞ্চের মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেট পর্ব।
ঢাকা পর্বের শেষে শীর্ষে ছিল রংপুর, তলানিতে ছিল ঢাকা। সিলেট পর্ব শেষেও পরিস্থিতিটা বদলায়নি। দুই দল যথাক্রমে শীর্ষে আর তলানিতেই আছে। তবে ঢাকা এক জয় নিয়ে খাতা খুলেছে। ১৪৯ রানের রেকর্ডগড়া এক জয়ে ক্ষীণ হলেও টিকে আছে দলটার এলিমিনেটরে জায়গা করে নেওয়ার আশা।
এ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। চতুর্থ ম্যাচে সিলেটকে ৩০ রানে হারিয়েছে মিথুন-শরিফুলরা। এতে ৬ পয়েন্ট টেবিলে বরিশালকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে চিটাগং কিংস। ৫ ম্যাচ খেলে বরিশালের পয়েন্ট ৬ হলেও রান রেটে এগিয়ে রয়েছে তারা।
আসুন নজরে দেখে নিই সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়