পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ফুডস লিমিটেড ও এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।
জানা গেছে, ৩০ জুন,২০২৪ সমাপ্ত সময়ে এপেক্স ফুডস লিমিটেড ২০ শতাংশ ও এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড ২০ শতাংশ নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত উভয় কোম্পানির মার্কেট শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।