বিনোদন ডেস্ক : গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সিনেমা হলে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে মারা যান এক ভক্ত। এই ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আল্লু অর্জুনকে, এমনকী কারাগারেও থাকতে হয়েছে তাকে। এ ঘটনার ৩০ দিনের মাথায় এবার রাম চরণের ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রি-রিলিজ ইভেন্ট থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন দুই তরুণ ভক্ত।
এই দুর্ঘটনার পর মৃতদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রযোজক দিল রাজু। তা ছাড়াও রাম চরণের কাকা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী অভিনেতা পবন কল্যাণও সহযোগিতা করার ঘোষণা করেছেন।
গত ৪ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের রাজামুন্ড্রিতে ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রি-রিলিজ ইভেন্টের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাম চরণ, অন্ধ্রপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার, অভিনেতা পবন কল্যাণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা যান আরভা মণিকান্ত (২৩) ও থোকাডা চরণ (২২)। তাঁদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রামচরণ।
প্রযোজক দিল রাজু বলেন, “অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে মর্মান্তিকভাবে দুজন মারা গেছেন। খবরটি পবন কল্যাণও জানতে পেরেছেন। এ বিষয়ে বিকল্প কিছু করার আছে কিনা তা তিনি জানতে চেয়েছেন। কারণ এটি খুবই দুঃখজনক ঘটনা; যা এই বড় ইভেন্টের পরে ঘটেছে। আমি এবং রাম চরণও এ নিয়ে আলোচনা করেছি। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ঘটনার পরেই প্রত্যেক পরিবারের জন্য ৫ লাখ টাকা দিয়েছি এবং আমরা তাদের পাশে থাকব।” এছাড়া পবন কল্যাণও প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণের বড় বাজেটের সিনেমা ‘গেম চেঞ্জার’। ২০২১ সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এই সিনেমা। এতে শর্ট টেম্বার চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ। তাঁর বিপরীতে রয়েছেন কিয়ারা আদবানি। পলিটিক্যাল-ড্রামা ঘরানার এই সিনেমার বাজেট ৪৫০-৫০০ কোটি।
রাম চরণ-কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন— অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ। আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘গেমচেঞ্জার’। সূত্র-জিনিউজ।
আরও পড়ুন:
জামিন পেয়েও জেলেই রাত কাটালেন আল্লু
রাহাত ফতেহ আলীর কনসার্টের আয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান