সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহম্মেদের স্মৃতি বিজড়িত স্কুল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী ওই বিদ্যালয়ের ১৯৭৯-২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ব্যাচ ভিত্তিক শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতি চারণ করেন। পরে বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ভিজিটিং প্রফেসর ড. সুনীল কুমার রায়, ম্যাঙ্গো গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান খান বক্তব্য দেন। এ সময় বয়োবৃদ্ধ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন দেবাশীষ চন্দ্র সরকার (মরন স্যার), অরুণানন্দ ভট্টাচার্য, শাহাদাৎ হোসেন মাষ্টার ও আব্দুল লতিফ মোল্লা।
১৯৮৭ ব্যাচের প্রাক্তন ছাত্র আবু বকর সিদ্দিকী ও আজিজুর রহমান বাদশার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক বাংলাদেশ বিমান বাহিনীর অবসর প্রাপ্ত এয়ার কমোডর মো. সিদ্দিকুর রহমান। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।