বিনোদন ডেস্ক: গত শুক্রবার ৯২০ ডিসেম্বর) বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের ৩৪তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণী ও তাদের পরিবেশিত সমাপনী প্রযোজনা মঞ্চস্থ হয়।
এবারে সমাপনী প্রযোজনা হিসেবে বেছে নেয়া হয় অভিজিৎ সেনগুপ্ত রচিত প্রহসন ‘এক যে ছিল রাজা’। নির্দেশনা দিয়েছেন স্কুলের অত্যতম শিক্ষক ড. তাজমী নূর।
উল্লেখ্য, থিয়েটার স্কুলের পরবর্তী ব্যাচের ক্লাস ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। মহিলা সমিতির ৫ম তলায় স্কুল কার্যালয় থেকে আবেদন পত্রের ফরম সংগ্রহ করা যাবে। প্রতি শুক্র ও শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা ক্লাস চলে। ১৮ বছরের ঊর্ধে আগ্রহীরা আবেদন করতে পারেন।