পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেডের পর্ষদ ২৫০ কোটি টাকার অগ্রাধিকারমুলক শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির বিদ্যমান ঋণ পরিশোধের জন্য এই শেয়ার ইস্যু করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি অবসায়নযোগ্য ও নন পার্টিসিপেট অগ্রাধিকার শেয়ার ইস্যুতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করেছে । আগামি ৮ই ফেব্রুয়ারি ২০২৫ বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে এই ইজিএম অনুষ্ঠিত হবে আর এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ জানুয়ারি।
চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মীর আক্তারের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরে একই সময় যা ছিল ২৭ পয়সা। গত ৩০ জুন শেষে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৫১ টাকা ২১ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩১ টাকা যা ২০২২ সালে ছিল ২.৯৩ টাকা, ২০২১ সালে ছিল ৪.২১ টাকা, ২০২০ সালে ছিল ৩.৭৫ টাকা ও ২০১৯ সালে ছিল ৬.৩২ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৪৯.৮১ টাকা যা ২০২২ সালে ছিল ৪৭.৬৮ টাকা, ২০২১ সালে ছিল ৫০.৮৬ টাকা, ২০২০ সালে ছিল ৩৮.৪৬ টাকা ও ২০১৯ সালে ছিল ৩৪.৭১ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ১২.৫০ শতাংশ, ২০২২ সালে নগদ ১২.৫০ শতাংশ, ২০২১ সালে ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২১ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১২০ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ১২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ নভেস্বর ২০২৪ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৮.৫৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫.৮০ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৫.৬২ শতাংশ শেয়ার।
৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির শর্ট টার্ম লোন ৩৬৯ কোটি ২৯ লাখ টাকা। লং টার্ম লোন ১২৮২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার। একই সময় রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৪৮০ কোটি ৭৪ লাখ টাকা।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩০.১০ টাকা থেকে ৫২.৭০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৩১.৬০ টাকা। আজকের ওপেনিং ছিল ৩১.৮০ টাকা। ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরির অবস্থান করছে।