পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতের তলিকাভুক্ত কোম্পনি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৫ তম বাষির্ক সাধারণ সভা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এই এজিএম স্থগিত করা হয়। এজিএমের নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দিবে বলে ডিএসই ওয়েবসাইটে জানিয়েছে কোম্পানিটি।সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ঘোষিত ৭ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের জন্য অনুমোদন দেয়ার কথা ছিল।
সমাপ্ত ২০২৩ সালে কোম্পনিটি বিনিঢয়াগকারীদের জন্য ১৭ শতাংশ নগদগ লভ্যাংশ, ২০২২ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২১ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ ও ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পনিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৯ সালে তালিকাভুক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ১২০ কোটি ৭৫ লাখ টাকা এবং মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৭ লাখ ৫০ হাজার।