শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে তলুইগাছা সিমান্ত থেকে ১০ কেজি রুপার গহনাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার (১৮ ডিসেম্বর)সন্ধায় কলারোয়া উপজেলার তলুইগাছা সিমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে আসার সময় ১০ কেজি ১২৫ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়। এসময় দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত হলেন-কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের চোরাবাড়ি এলাকার জাহাঙ্গীর মন্ডলের ছেলে জাকির মন্ডল (২৮) ও একই উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের সহাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে তামিম হোসেন (১৭)।
আটককৃত রুপার আনুমানিক বাজার মূল সাড়ে ২১ লক্ষ ২৬ হাজার টাকা। একই সাথে চোরাকারবারি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.আশরাফুল হক বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তলুইগাছা সিমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে রুপার গহনা পাচার করে দুইজন ব্যাক্তি বাংলাদেশে নিয়ে আসছিলো। আসার সময় বাংলাদেশের অভ্যন্তরে তাদের মোটর সাইকেল আটকে তল্লাশি করলে মোটরসাইকেলর সিট কভারের নিচে ফিটিং ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০.১২৫ কেজি ভারতীয় রৌপ্য উদ্ধার করে।
অবৈধভাবে রুপার গহনা ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে পাচারের দায়ে এ সময় তাদের আটক করা।
আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়া থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং উদ্ধারকৃত রুপার গহনা সাতক্ষীরা কাস্টমস অফিসে এ জমা দেওয়া হয়েছে।