পুজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি জানিয়েছে যে তারা ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের জন্য সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিইএফটিএন মাধ্যমে ১৯ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিতরণ করেছে।
কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায় ২০২৩ সালে কোম্পানিটি বিনিয়োগকরেীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যা ২০২২ সালে দিয়েছে ৪৮ শতাংশ, ২০২১ সালে দিয়েছে ২৫ শতাংশ, ২০২০ সালে দিয়েছে ১০ শতাংশ ও ২০১৯ সালে দিয়েছে ১০ শতাংশ।
কোম্পানিটি ১৪০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৩ সালে তালিকাভুক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।