পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পপুলার ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে।
কোম্পানি জানিয়েছে যে তারা ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো তা বিতরণ সম্পন্ন করেছে।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্য়বেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ১ শতাংশ নগদ, ২০২১ সালে ২ শতাংশ নগদ, ২০১৯ সালে ১০ শতাংশ নগদ, ২০১৮ সালে ১২ শতাংশ নগদ ও ২০১৭ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য ২০২০ ও ২০২২ সালে কোম্পানি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।