পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ আর টেক্সটাইল লিমিটেডের পর্ষদ সভা আগামি ২৩ ডিসেম্বর দুপুর ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .৫৪ টাকা যা ২০২২ সালে ছিল ২.৭৯ টাকা, ২০২১ সালে ছিল ২.৮৯ টাকা, ২০২০ সালে ছিল ১.১১ টাকা ও ২০১৯ সালে ছিল ১.৯১ টাকা।
একই বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪১.৩৩ টাকা যা ২০২২ সালে ছিল ৪৫.৩৫ টাকা, ২০২১ সালে ছিল ৪৫.১৮ টাকা, ২০২০ সালে ছিল ৪২.৭৮ টাকা ও ২০১৯ সালে ছিল ৪৩.৪০ টাকা।
১৯৯৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিংয়ের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৯ কোটি ২২ লাখ ২০ হাজার। রিজার্বে রয়েছে ৯১ কোটি ৫৪ লাখ টাকা। বর্তমানে কোম্পানির মোট শেয়ারের ৪৮.২৩ শতাংশ এর উদ্যোক্তা পরিচালক, ৯.৭৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকী ৪২.০৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে । পুঁজিবাজারে তালিকাভক্ত হয়ে বর্তমানে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান