পুঁজিবাজার ডেস্ক :পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সম্মতি পেয়েছে। সমাপ্ত ২০২৩-২০২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬২ পয়সা আগের হিসাব বছরে যা ছিল ৫৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দারিয়েছে ৩৬ টাকা ২৯ পয়সায় যা আগের বছর ছিল ৩৭ টাকা ৯১ পয়সা।
২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে লোকসান হয়েছে কোম্পানিটির। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ পয়সা তবে আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ছিল ১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভি দারিয়েছে ৩৬ টাকা ৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকরীদের অনুমোদন নিতে ২৮ ডিসেম্বর বেলা ৩টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারন সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ১০ শতাংশ নগদ , ২০২২ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, ২০২১ সালে ১১ শতাংশ নগদ, ২০২০ সালে ৯ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক এছাড়া ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -০.৫৮ টাকা যা ২০২২ সালে ছিল ১.৬৪ টাকা ২০২১ সালে ছিল ২.১৮ টাকা, ২০২০ সালে ছিল .৯৩ টাকা ও ২০১৯ সালে ছিল ৪.৫৯ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৩৭.৯১ টাকা যা ২০২২ সালে ছিল ৪১.৩৫ টাকা, ২০২১ সালে ছিল ৪০.৮১ টাকা, ২০২০ সালে ছিল ৩৯.৭৩ টাকা ও ২০১৯ সালে ছিল ৩৯.১৮ টাকা।
২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৬৫ কোটি ৫৯ লাখ ৮০ হাজার। রিজার্ভে রয়েছে ৬৪২ কোটি ২৬ লাখ টাকা। বর্তমানে কোম্পানির মোট শেয়ারের ৫৪.৮৭ শতাংশ এর উদ্যোক্তা পরিচালক, ২৭.৪২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, .০২ শতাংশ শেয়ার বিদেশী বিনিয়োগকারীর ও বাকী ১৭.৬৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে । পুঁজিবাজারে তালিকাভক্ত হয়ে বর্তমানে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।