December 9, 2025 - 5:24 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতহত্যা মামলার চার্জশিটভূক্ত আসামি কলেজ শিক্ষক, ব্যবস্থা নেই কলেজ কর্তৃপক্ষের

হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামি কলেজ শিক্ষক, ব্যবস্থা নেই কলেজ কর্তৃপক্ষের

spot_img

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরের তহুরা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হয়েও অধ্যাপক মো. লালমুদ্দিন বহাল তবিয়তে আছেন । চালিয়ে যাচ্ছেন নিয়মিত ক্লাসসহ কলেজের কার্যক্রম। এতে কলেজ কর্তৃপক্ষও তার বিরুদ্ধে নেয়নি কোনো ব্যবস্থা । বিষয়টি নিয়ে এলাকায় চলছে পরষ্পর বিরোধী সমালোচনা।

মো. লালমুদ্দিন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিট্কা খাজা রহমত আলী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ।

বিধি অনুযায়ী, ফৌজদারি মামলায় আদালত কর্তৃক গৃহিত অভিযোগপত্রভুক্ত (চার্জশিট) আসামি হলে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করার বিধান রয়েছে। তবে, আদালত কর্তৃক চার্জশিট গৃহিত হওয়ার তিন মাস পার হলেও তাকে সাময়িক বরখাস্ত বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়নি কলেজ কর্তৃপক্ষ।

মামলার নথিপত্র থেকে জানা যায়, গত ৯ জানুয়ারি দিবাগত রাতে সিংগাইর উপজেলার ছোট বরুন্ডি গ্রামের মো. সোনামুদ্দিন বিশ্বাসের স্ত্রী তহুরা বেগমকে (৫০) হত্যার অভিযোগ ওঠে তার পুত্রবধু আইরিন আক্তারের (১৯) বিরুদ্ধে। পরদিন ১০ ডিসেম্বর তহুরা বেগমের ভাই মামুন হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় আইরিন আক্তারকে ১নং আসামি এবং মো. লালমুদ্দিনকে ২নং আসামি করে মামলা করেন। মামলা নং-১৩/১৩। মামলায় লালমুদ্দিনকে আইরিনের পরকিয়া প্রেমিক উল্লেখ করে তার বিরুদ্ধে হত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়। মামলায় গত ৩০ জুন দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (নিরস্ত্র) আজহারুল ইসলাম। যা গত ২৮ আগস্ট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত কর্তৃক গৃহিত হয়। মামলায় বর্তমানে লালমুদ্দিন জামিনে আছেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী, কোনো ফৌজদারি/নৈতিক স্থলন/দুর্নীতির মামলায় কোনো শিক্ষক-কর্মচারী অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করতে পারবে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বেতন-ভাতার অর্ধেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরীর শর্তাবলি (রেগুলেশন) অনুযায়ী, নৈতিক স্থলনজনিত অপরাধের কারণে গভর্নিং বডি অভিযুক্ত অপরাধের গুরুত্বভেদে শিক্ষককে তিরস্কার, বার্ষিক বেতন বৃদ্ধি বাতিল, চাকরি হতে অপসারণ বা বরখাস্ত করতে পারবে। তবে, এক্ষেত্রে গভর্নিং বডি বিধি মোতাবেক ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক অধ্যাপক মনোয়ার হোসেন জানান, এক্ষেত্রে কলেজের গভর্নিং বডি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন এবং অধিদপ্তরে লিখিতভাবে অবহিত করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এস এম মাসুদ রানা আতাউর বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি এরকম মামলা বা অভিযোগ হয়ে থাকে সেটা কলেজ কর্তৃপক্ষ আমাদের লিখিতভাবে জানাবে। আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিব।

অভিযুক্ত শিক্ষকের বিষয়ে জানতে চাইলে ঝিট্কা খাজা রহমত আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হামিদুর রহমান বলেন, এ রকম ঘটনার সম্মুখীন আমরা আগে কখনও হইনি। তাই এ বিষয়ে নীতিমালা কি সেটা জানা নেই। আমরা আলোচনা করে দেখি কি করা যায়।

কলেজের বর্তমান এডহক কমিটির সভাপতি ডা. আব্দুল্লাহ্ আল মামুন বলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন মামলা হলেই তিনি বরখাস্ত হবেন না। মামলায় সাজাপ্রাপ্ত হলে তিনি তখন বরখাস্ত হবেন। আর এডহক কমিটির কোনো শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...

সিসিইউ-আইসিইউ ও ভেন্টিলেশন কী; কখন কোনটায় নেওয়া হয়?

অনলাইন ডেস্ক: আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন–এই শব্দগুলো আমরা শুনে থাকলেও সবাই কি বুঝি এগুলো আসলে কী? কোন পরিস্থিতিতে রোগীকে কোথায় নেওয়া...

তফসিল ঘোষণার তারিখ জানালেন ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে তাদের ভাষণের সবকিছু চূড়ান্ত করেছে। তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার...

নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

কর্পোরেট সংবাদ ডেস্ক: নারীর অংশগ্রহণ নিশ্চিত করে বিশেষ করে বেগম রোকেয়ার নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার ওপর...

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

কর্পোরেট সংবাদ ডেস্ক: সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ...

আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি

ইমা এলিস, নিউইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি রোববার (৭ ডিসেম্বর) একটি ভিডিও প্রকাশ করে দেখিয়েছেন, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট...

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিস...