মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও নদী থেকে শাহাব উদ্দীন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের রাস্তার মাথাস্থ ঈদগাঁও নদী এলাকা দিয়ে চলাচলের সময় লাশটি পথচারীদের চোখে পড়ে। এ সংবাদ ঈদগাঁও থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির জানান, ঈদগাঁও নদীর উক্ত এলাকা থেকে শাহাব উদ্দীনের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী চরপাড়া এলাকায়। তার পিতার নাম মৃত মো. কালু। পরিবারের সদস্যদের দাবি সে মৃগী রোগী ছিলেন। যার কারণে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, পরিবারের দাবির প্রেক্ষিতে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।