বিনোদন ডেস্ক : নির্মাতা ও ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০’ মুক্তি পাচ্ছে ১৩ ডিসেম্বর।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। যদিও অনেকেই ভেবেছিলেন এটি একটি টিভি বা ওটিটি সিরিজ। কারণ, ফারুকী বলেছিলেন এই গল্পটি আবর্তিত হয়েছে তারই জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’-এর ছায়া ধরে।
তবে রবিবার (৮ ডিসেম্বর) সব রহস্য ছাপিয়ে ফারুকী জানান দেন ‘৮৪০’ সিরিজ নয়, সিনেমা।
এরমধ্যে প্রকাশ হয়েছে ট্রেলার। যা দেখে বেশ শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। আজ (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তি দেয়া হয় অফিসিয়াল পোস্টার। সেখানেই ঘোষণা দেয়া হয়েছে আগামী ১৩ ডিসেম্বর মহাসমারোহে দর্শকের কাছে পৌঁছাবে সিনেমাটি।
এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী।
সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে থাকছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন মোঃ খাইরুল ইসলাম।
এর আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে চারদিকে যেন ধুন্ধুমার আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা ফারুকী। আসতে চলেছে সেই ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।