কর্পোরেট ডেস্ক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কোচ কাঞ্চন একাডেমি’র ব্রেইভ বিজনেস কোচিং ব্যাচ ৩ ও ৪ এর গ্রাজুয়েশন সিরিমনি। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রেইভ গ্রাজুয়েটদের উত্তরীয় পরিয়ে দেন কোচ কাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম আর্ন্তজাতিক হ্যাপিনেস কোচ ও ব্রেইন ট্রেইনার ইলিয়াস কাঞ্চন। পরে তাদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আয়োজন করা হয় ‘লিমিটলেস বিলিফ’ শীর্ষক এক অনুপ্রেরণামূলক লেকচার সেশন, যেখানে বক্তব্য রাখেন কোচ ইলিয়াস কাঞ্চন। দ্বিতীয় ভাগে একাডেমির ব্রেইভ-হাই ভ্যালু বিজনেস কোচিং প্রোগ্রামের ব্যাচ ৩ ও ৪ এর গ্র্যাজুয়েশন সেলিব্রেশন অনুষ্ঠিত হয়। এ পর্বে দুই ব্যাচের ২০০ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়, যা পুরো আয়োজনকে আরও স্মরণীয় করে তোলে।
এসময় কোচ কাঞ্চন তাঁর বক্তব্যে বলেন, ‘শুধু উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলেই চলবে না; সেই স্বপ্ন পূরণের জন্য দরকার সঠিক দিকনির্দেশনা এবং সুপরিকল্পিত কর্মপন্থা গ্রহণ। তাহলেই আসবে সাফল্য।’ তিনি বলেন, ‘বিশ্বাসের ভিত্তি মজবুত না হওয়ার কারণেই আমরা বারবার ব্যর্থ হই। সাফল্যের পথে এগিয়ে যেতে হলে প্রথমেই নিজের প্রতি আস্থা রাখতে হবে। মস্তিষ্কে ইতিবাচক ভাবনা সৃষ্টি করতে হবে এবং দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই ভেবে যে, আমি পারবো, আমাকে পারতেই হবে।’
অনুষ্ঠানে জানানো হয়, ‘ব্রেইভ’ বাংলাদেশের একমাত্র প্রিমিয়াম ও হাই ভ্যালু বিজনেস কোচিং প্রোগ্রাম। এখানে ওয়ার্ল্ডক্লাস অ্যাডভান্স স্ট্র্যাটেজি, কার্যকর ফ্রেমওয়ার্ক, এবং কোচ ইলিয়াস কাঞ্চনের নিজস্ব উদ্ভাবিত টুলস ব্যবহার করে গভীরতর কোচিং ও মেন্টরিং প্রদান করা হয়। বিজনেস স্কিলের পাশাপাশি ব্রেইভ একটা লাইফস্টাইল কোচিং প্রোগ্রাম, যা জীবনকে নতুন করে উপলব্ধি করতে, জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য খুঁজে পেতে ও মস্তিষ্কের কার্যক্ষমতা দক্ষভাবে আয়ত্তে আনতে সহায়তা করে। কোচ ইলিয়াস কাঞ্চন মনে করেন, ব্রেইভ প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এটি আপনার জীবনের ধারা পরিবর্তন করে দিতে সক্ষম। ডমিনো ইফেক্টের মতো এই প্রোগ্রাম আপনাকে একের পর এক সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়।
২০১৮ সাল থেকে এ পর্যন্ত কোচ কাঞ্চন একাডেমির বিভিন্ন সেশনে ১ লাখেরও বেশি উদ্যোক্তা ও কর্পোরেট প্রফেশনালস অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন। এছাড়া কোচ কাঞ্চনের বই পড়েছেন ৭০ হাজারেরও বেশি পাঠক। এক সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কোচ কাঞ্চন একাডেমি দশ লক্ষ দক্ষ উদ্যোক্তা তৈরির কর্মপরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে ।