স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের ৮০ বছরের পুরোনো ব্যাগি গ্রিন টেস্ট টুপি নিলামে আড়াই লাখ ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা।
সূর্যের তাপ ও দীর্ঘ দিনের পুরোনো হওয়ায় ক্যাপটি রং অনেকটাই চটে গিয়েছে, পোকার কাটার চিহ্নও আছে এবং উপরের অংশে ছিঁড়েও গেছে।
১৯৪৭-৪৮ মৌসুমে ঘরের মাঠে নিজের শেষ টেস্ট সিরিজ খেলেছিলেন ব্র্যাডম্যান। ভারতের বিপক্ষে ঐ সিরিজেই এই ব্যাগি গ্রিন ক্যাপটি পড়েছিলেন তিনি।
নিলামে উঠার পর ব্র্যাডম্যানের টুপিটি ১০ মিনিটে বিক্রি হয়ে যায়। নিলামে ১ লাখ ৬০ হাজার ডলার থেকে হাঁকা হয় টুপিটির দাম। শেষ পর্যন্ত আড়াই লাখ ডলারে বিক্রি হয় ঐতিহাসিক টুপিটি।
ক্রেতার ‘প্রিমিয়াম ফি’সহ টুপিটির মোট দাম পড়েছে ৩ লাখ ১০ হাজার ডলার।
নিলাম প্রতিষ্ঠান বোনহ্যামস জানিয়েছে, এটাই একমাত্র পরিচিত ব্যাগি গ্রিন’, যা ঐ সিরিজে পড়েছিলেন ব্র্যাডম্যান। সিরিজে তিনটি সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরিতে ৬ ইনিংসে ১৭৮.৭৫ গড়ে ৭১৫ রান করেছিলেন তিনি।
ব্র্যাডম্যানের আরেকটি ব্যাগি গ্রিন টুপি ২০২০ সালে নিলামে তোলা হয়েছিল। ১৯২৮ সালে টেস্ট অভিষেকের টুপি ছিলো সেটি। ২ লাখ ৯০ হাজারে ডলারে টুপিটি বিক্রি হয়েছিল।
টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা গড়ের বিশ্ব রেকর্ডের মালিক ব্র্যাডম্যান। ১৯২৮ থেকে ১৯৪৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টেস্টের ৮০ ইনিংসে ৯৯.৯৪ গড়ে ৬৯৯৬ রান করেছেন তিনি।
২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যান ব্র্যাডম্যান।
টেস্ট অভিষেকের সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের একটি গাঢ় সবুজ রংয়ের টুপি দেওয়া হয়। অসি ক্রিকেটারদের কাছে অভিষেক টুপিটি খুবই সম্মানের হয়ে থাকে। পরবর্তীতে যত পুরোনো হয়, ততই সেটির মর্যাদা বাড়তে থাকে।