December 5, 2024 - 12:31 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলা১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয় বাংলাদেশের

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয় বাংলাদেশের

spot_img

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাটারদের ব্যর্থতায় বড় হার দিয়ে সিরিজ শুরু করে সফরকারী বাংলাদেশ। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ রক্ষার ম্যাচ ছিলো। সিরিজ বাঁচাতে বাংলাদেশকে জিততেই হতো। জ্যামাইকায় এমন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে দারুণ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটে-বলে উজ্জ্বল ছিল গোটা দল। সবার সম্মিলিত প্রচেষ্টায় এসেছে ১০১ রানের চমৎকার জয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জ্যামাইকায় কিংস্টন টেস্টে ক্যারিবিয়ানদের ১১০ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টাইগার বাহিনী সিরিজ শেষ করেছে ১-১ সমতায়।

কিংস্টনের স্যাবাইনা পার্কে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে। কেননা এই মাঠে ২১২ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। এবার উইন্ডিজের লক্ষ্য ছিল ২৮৭ রানের।

ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারানোর পেছনে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তাইজুল ইসলাম। বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এই স্পিনার তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৫তম ফাইফার। তার স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয়েছে ক্যারিবীয়রা। ৫০ রানে পাঁচ উইকেট তুলে নেন তাইজুল। যাতে, ১৮৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

টানা পাঁচ হারের পর সাদা পোশাকে জয় পেয়েছে বাংলাদেশ। তাইজুলের কাছে এটি বিশেষ কিছু। তার মতে, গোটা দলই জয়ের জন্য মুখিয়ে ছিল। অভিজ্ঞতা ও তারুণ্যের সম্মিলনে এসেছে এই জয়। ম্যাচ শেষে আজ বুধবার (৪ ডিসেম্বর) বিসিবির দেওয়া এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তাইজুল।

তাইজুল বলেন, ‘অবশ্যই আমাদের দলের জন্য এটি অনেক বড় পাওয়া। দলে বেশিরভাগ তরুণ খেলোয়াড় ছিল। কয়েকজন আছেন আট-দশ বছর ধরে খেলছে। সবার মধ্যে ভালো রসায়ন ছিল। জয়ের একটা তাড়না ছিল। বিশ্বাস করতাম, ম্যাচটা আমরা জিতব। সেজন্য সবাই যে চেষ্টাটা করেছে, সেটি অতুলনীয়।’

প্রথম টেস্টে ২০১ রানের বিশাল ব্যবধানে হার। দ্বিতীয় টেস্টের শুরুতেও নড়বড়ে ব্যাটিং। মাত্র ১৬৪ রানে অলআউট। এমন পরিস্থিতিতে আরও একটি টেস্ট হারের সামনে দাঁড়িয়ে; কিন্তু বাংলাদেশের বোলারদের কৃতিত্বে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে অলআউট করে প্রথম ইনিংসেই ১৮ রানের লিড পেল বাংলাদেশ।

এরপর ব্যাট করতে নেমে ব্যাটাররা মোটামুটি দৃঢ়তার পরিচয় দিলেন। সাদমান ইসলাম (৪৬), শাহাদাত হোসেন দিপু (২৮) মেহেদী হাসান মিরাজ (৪২) ও লিটন দাসের (২৫) পর জাকের আলী অনিক। বিশেষ করে জাকের আলি অনিক দারুণ ব্যাটিং করলেন। তার ৯১ রানের ওপর ভিত্তি করেই দ্বিতীয় ইনিংসে ২৬৮ রান হলো এবং ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৮৭ রানের বড় লক্ষ্য বেঁধে দিতে পেরেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলাররা রীতিমতো আতঙ্ক হয়ে দেখা দিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের সামনে। প্রথম ইনিংসে পেসার নাহিদ রানা ছিলেন বড় আতঙ্ক। তিনি নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে সেই আতঙ্ক নিয়ে হাজির হলেন স্পিনার তাইজুল ইসলাম। তিনিও নিলেন পাঁচ উইকেট। তার এই বিধ্বংসী বোলিংয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ ১৮৫ রানে অলআউট।

২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৭ রানের মধ্যে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান তাইজুল ও তাসকিন আহমেদ। মিকাইল লুইস ৬ ও কাসি কার্টি ১৪ রান করে আউট হন। তবে কেভাম হজ ও ক্রেইগ ব্রাফেটের ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। এই দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল।

ব্রাফেট ৪৩ ও হজ ৫৫ রান করে আউট হন। তাদের বিদায়ের পর আর কেউ থিতু হতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৮৫ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।

তাইজুল নেন ৫টি উইকেট। এছাড়া তাসকিন ও হাসান মাহমুদ নেন ২টি করে উইকেট।

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের আবার হারাতে পারলো বাংলাদেশ। ২০০৯ সালে সর্বশেষ সাকিব আল হাসানের নেতৃত্বে ক্যারিবীয়দের মাটিতে টেস্ট জিতেছিল টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৬৪ ও ২৬৮ (জাকের আলী অনিক ৯১, সাদমান ইসলাম ৪৬, মেহেদী হাসান মিরাজ ৪২, শাহাদাত হোসেন দিপু ২৮; কেমার রোচ ৩/৩৬, আলজারি জোসেফ ৩/৭৭)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৪৬ ও ১৮৫ (কাভেম হজ ৫৫, কার্লোস ব্রাথওয়েট ৪৩; তাইজুল ইসলাম ৫/৫০, হাসান মাহমুদ ২/২০, তাসকিন আহমেদ ২/৪৫, নাহিদ রানা ১/৩২)।

ফল: বাংলাদেশ ১০১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: তাইজুল ইসলাম।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

যে ধরনের ক্যান্সারের চিকিৎসা সহজ, যেগুলোর কঠিন

অনলাইন ডেস্ক : ক্যান্সার এমন একটি জটিল রোগ যা বিশ্বব্যাপী স্বাস্থ্যকর্মীদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। নিয়ন্ত্রণহীনভাবে শরীরের কোনও অংশে কোষের অস্বাভাবিক বেড়ে যাওয়াকে ক্যান্সার...

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. বিশেষ সিএসআর তহবিলের আওতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে গবেষণা কাজ পরিচালনার জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক...

গ্রাহকদের অবিচল আস্থায় এগিয়ে যাচ্ছে ইউনিয়ন ব্যাংক

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি. সকল আমানতকারী, বিনিয়োগ গ্রাহক ও সমাজের সর্বস্তরের জনগণকে অবিচল আস্থা নিয়ে ইউনিয়ন ব্যাংকের সাথে নিয়মিত ব্যাংকিং লেনদেন করার জন্য...

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিসিএসসহ সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো....

বেনাপোল দিয়ে ৩ দিনে ১৬৪৮ ট্রাক পণ্য ও ১২ হাজার পাসপোর্টযাত্রী চলাচল

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভারত ও বাংলাদেশের মধ্যে বিরজমান পরিস্থিতিতেও দেশের কয়েকটি বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি...

কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় অবশেষে কারামুক্ত হয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে...

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে: অর্থ উপদেষ্টা

অর্থ-বাণিজ্য ডেস্ক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ‘স্বস্তি’ থাকবে। বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের...

অনার স্মার্টফোনে ডিসেম্বর মাস জুড়ে থাকছে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রাইস ড্রপ

কর্পোরেট ডেস্ক: এই অবিশ্বাস্য ক্যাম্পেইনের মাধ্যমে অনার এর সেরা ও অত্যাধুনিক প্রযুক্তি সবার জন্য আরও সহজলভ্য করতে আগ্রহী। ফলে, গ্রাহকরা অনার ম্যাজিক ভি২ স্মার্টফোনটি...