April 28, 2025 - 11:08 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকসিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম

সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের বিরুদ্ধে যে ‘ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা’ গ্রহণ করছে এর বিপরীতে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি ও সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তার সুরক্ষা পাওয়া প্রাপ্য বলে দাবি করেছেন কোম্পানিটির কর্ণধার সাইফুল আলম।

মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের পক্ষে আইনজীবীরা একটি চিঠি পাঠিয়েছেন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে সতর্ক করে বলা হয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরু করতে পারেন।

সম্প্রতি যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান মনসুর অভিযোগ করে বলেন, শেখ হাসিনা সরকারের সময় এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। মূলত ওই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষে এই চিঠি দিয়েছে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উর্কুহার্ট অ্যান্ড সালিভান।

এই চিঠির একটি কপি ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে এসেছে। এতে অভিযোগ করা হয় যে গভর্নর আহসান মনসুর এস আলম গ্রুপের বিরুদ্ধে প্রকাশ্যে ভিত্তিহীন ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তার এসব বক্তব্য এস আলম গ্রুপের জন্য ভীতি প্রদর্শনমূলক বলে অভিহিত করা হয়। বাংলাদেশে কোম্পানিটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২ লাখ লোক চাকরি করে বলেও দাবি করা হয়।

মনসুর গত মাসে ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, সাইফুল আলম ও তার সহযোগীরা সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যদের সহায়তায় নেতৃস্থানীয় ব্যাংকগুলো দখল করার পর অর্থ পাচার করেছে। এটি আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির সবচেয়ে বড় ঘটনা বলেও উল্লেখ করেন তিনি।

চিঠিতে বলা হয়েছে, এস আলম গ্রুপের বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভুল ও মানহানিকর।

অন্যদিকে সাইফুল আলম কবে সিঙ্গাপুরের নাগরিকত্ব পেয়েছেন, সে বিষয়ে আইনি প্রতিষ্ঠানের কাছে ফাইন্যান্সিয়াল টাইমস জানতে চাইলে তারা সাড়া দেয়নি। তারা এখনো বাংলাদেশের নাগরিক কি না, তাও জানা যায়নি। সিঙ্গাপুর সরকারও ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা জাপানের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩ দশমিক ৫ মিলিয়ন...

বাংলাদেশে ব্যবসার লাইসেন্স পেলো ইলন মাস্কের স্টারলিংক

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের এনজিএসও সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) এই লাইসেন্স অনুমোদন করেন তিনি।...

হজযাত্রীদের সেবায় অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম...

হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: হজযাত্রীদের নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস...

মেঘনা ব্যাংকের ১৮৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে ১৮৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সম্মানিত চেয়ারপার্সন উজমা চৌধুরী সভাপতিত্ব করেন। পর্ষদ...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার (২৮ এপ্রিল) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি...