November 19, 2024 - 6:26 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যমৌলভীবাজারে কমলা চাষে সাফল্য

মৌলভীবাজারে কমলা চাষে সাফল্য

spot_img

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সফলতা এসেছে কমলা চাষে। টকমিষ্টি স্বাদের অত্যন্ত উপকারী একটি মৌসুমি ফল কমলা। এ ফলটি সাড়ে তিনশ চাষির পকেটে এনে দিচ্ছে প্রায় ৮৪ কোটি টাকার আর্থিক সাফল্য।

পাহাড়ি উঁচু-নিচু এলাকায় কমলা চাষের অন্যতম জায়গা। গাছে গাছে ঝুলে রয়েছে থোকা থোকা পাহাড়ি কমলার সমাহার। কোনোটা কাঁচা আবার কোনোটা পাকা এভাবেই এর বিস্তৃতি যতদূর চোখ যায়। এই শীত মৌসুমের দারুণ চাহিদাসমৃদ্ধ এ ফলটি এখন পুরোপুরি পরিপক্ব।

এই বিশেষ ফলটিকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গাছ থেকে ফল নামানো, জড়ো করা, ক্যারেটে করে বাজারজাতকরণের উদ্দেশ্যে পরিবহনে পৌঁছে দেওয়া।

জুড়ীর গোয়ালবাড়ি ইউনিয়নের হায়াছড়া গ্রামের কমলা-চাষি জামাল হোসেন বলেন, আমার প্রায় ২শ’র বেশি কমলা গাছ রয়েছে। প্রায় ছয় বছর ধরে আমি এই কৃষিতে জড়িত আছি। আগে আব্বু ছিলেন। তিনি মারা যাওয়ার পর আমি আমাদের কমলা চাষের হাল ধরেছি। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ ফল পাকা শুরু হয়। ধারাবাহিকভাবে চলে একেবারে নভেম্বর শেষ পর্যন্ত। অনেক চাষি অক্টোবরের আগে থেকেই কমলা পারা শুরু করে দেয়। কিন্তু আমি গাছে কমলা পোক্ত হলে তারপর গাছ থেকে পারি।

তিনি আরও বলেন, আমার গাছের কমলাগুলো কেজি প্রতি দেড়শ’ থেকে দু”শ টাকায় বিক্রয় করেছি। এর থেকে এ বছর সব খরচ বাদ দিয়ে প্রায় দুই লাখ টাকা হাতে পেয়েছি। মালের পরিবহণ খরচ তো অনেক বেশি। পুরো পরিবহনে খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। আমার বাগান তো রাস্তার পাশে নয়, তাই একটা ক্যারেট পরিবহনে প্রায় ১০০ টাকা নিয়ে নেয়।

জুড়ীর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খাঁন বলেন, আমাদের জুড়ী উপজেলায় ৯৮ হেক্টর জমিতে কমলা চাষ হচ্ছে। আমরা আশা করছি ৭০০ টনের মতো কমলা পাবো। ৩৫০ জন চাষি এই কমলা চাষের সঙ্গে জড়িত রয়েছেন। প্রায় দশ টন করে প্রতি হেক্টরে এই কমলার উৎপাদন রয়েছে। আসলে এই ফসলটা ফল হওয়ার কারণে ধানের মতো টার্গেট বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা কঠিন। ধান যেমন প্রতি মৌসুমে কেটে ফেলে নতুন করে করা হয় কমলার বাগান তো সেভাবে হয় না। একটা কমলার বাগান পুরোপুরিভাবে সৃজন হতে মিনিমাম দু’-তিন বছর লাগে।

প্রজাতি প্রসঙ্গে তিনি বলেন,অধিকাংশ চাষিদের মাঝে নাগপুরী এবং খাসিয়া জাতের কমলার ফলন রয়েছে। নাগপুরী জাতের কমলা অধিকতর রসালো এবং সুমিষ্ট। তবে আমরা কৃষকদের আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষিত ফসল ‘বারি কমলা-৩’ চাষ করার পরামর্শ দিয়ে থাকি। এটি নতুন একটি ভ্যারাইটি। এ প্রজাতির গাছগুলো ছোট হওয়ার কারণে তুলনামূলকভাবে পরিচর্ষার করতে অনেক সহজ এবং এগুলো অধিক ফলন দিতে সক্ষম।

সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এলাকার বাগানগুলো প্রায় চল্লিশ-পঞ্চাশ বছরের পুরোনো। কোনো কোনো গাছ আবার রোগাক্রান্ত হয়ে গেছে। ফলে ফলন কিছুটা কম আসে। আমাদের পক্ষ থেকে আমরা যেটা করছি সেটা হলো- আমরা আধুনিক জাতের যে কলমের চারাগুলো দিচ্ছি। এর পাশাপাশি পর্যায়ক্রমে সব কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। এ ছাড়াও বিভিন্ন সার, কীটনাশক, বীজ প্রভৃতি কৃষকদের মাঝে বন্টন করছি। আমরা কমলা চাষিদের আধুনিকায়ন পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিয়ে থাকি।

চাষিরা কেজি প্রতি এই কমলা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি করছেন। সে হিসেবে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৮৪ কোটি টাকা। কলম থেকে পরিপূর্ণ গাছ হয়ে কমলা ধরতে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগে বলে জানান এই কর্মকর্তা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, আমাদের মৌলভীবাজার কমলার জন্য অত্যন্ত সম্ভাবনাময়। সত্যি বলতে এই এলাকার অন্যতম সোনালি ফসল। বলার অপেক্ষা রাখে না যে, ৮৪ কোটির সাফল্য শুধু স্থানীয় কমলা চাষিদের মাঝেই নয় জাতীয় অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশের মাটি এবং বৃক্ষ সব সময়ই সম্ভাবনার প্রতীক। কৃষিতে কোনো কৃষকের কষ্টার্জিত হাতে এরূপ ফসলের প্রয়োগ হলে অনেকক্ষেত্রেই বিস্ময় ঘটে যায় বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

বাজারে প্রথমবারের মতো এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট ফোন রিয়েলমি জিটি ৭ প্রো

কর্পোরেট ডেস্ক: বৈশ্বিক স্মার্টফোন বাজারে অত্যাধুনিক স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট সমৃদ্ধ ডিভাইস রিয়েলমি জিটি ৭ প্রো উন্মোচন করেছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। “এক্সপ্লোর...

সিংগাইরে ছাগল-ভেড়ার টিকা কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে মানিকগঞ্জের সিংগাইরে ছাগল ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠেছে।...

তিন দিনের বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি

অর্থ-বাণিজ্য ডেস্ক: আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বাজুস ফেয়ার-২০২৫। দেশের ইতিহাসে চতুর্থবারের মতো জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৫ আগামী...

ডিএসইর পরিচালক হলেন মিনহাজ মান্নান ইমন

নিজস্ব প্রতিবেদক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন। ডিএসইর...

দর বৃদ্ধির শীর্ষে এমারেল্ড অয়েল

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ নভেম্বর)লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬টির শেয়ারদর বেড়েছে। এর...

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ৮

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষায় দায়িত্বে সর্বদা অগ্রনী ও কার্যকরী ভূমিকা পালন করে আসছে। সমসাময়িক প্রেক্ষাপটে সীমান্ত এলাকা দিয়ে...

তাড়াশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে তাড়াশ-রানীরহাটআঞ্চলিক সড়কের গোন্তাবাজার নামক স্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপি নেতা সোলায়মান হোসেন।...

চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি নফর গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামী জয়নাল আবেদীন নফরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা কোর্টমোড় এলাকা থেকে তাকে...