সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
রবিবার (১৭ নভেম্বর) সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। আটককৃত আজমাইন হোসেন টুটুল জেলার গাংনী উপজেলার লক্ষীণারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলী ছেলে ও কাথুলী ইউনিয়ন পরিষদের সদস্য।
জানা গেছে, আজমাইন হােসেন টুটুল নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশে তামাক ঘরের নিকট খড়ির গাদার নিচ থেকে ১টি ওয়ান শুটার গান,২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন,৩০ কেজি পুষ্টি চাউল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাউল উদ্ধার করা হয়।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন,র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১২) মেহেরপুর সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার আশরাফুল্লাহ্ ও গাংনী থানা পুলিশের এস আই কামরুজ্জামান উপস্থিত ছিলেন।