January 27, 2025 - 11:04 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাশেষ মুহূর্তের গোলে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

spot_img

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। এদিন অতিরিক্ত সময়ের নাটকীয়তায় মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর ফলে জয় দিয়ে বছর শেষ হলো হাভিয়ের কাবরেরা শিষ্যদের।

শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে মজিবুর রহমান জনি, পাপন সিং ও মালদ্বীপের হয়ে গোল করেন আলি ফাসির।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে, ডানপ্রান্ত দিয়ে রাকিব ক্রস করলেও তা নিয়ন্ত্রণে নিতে পারেননি ফাহিম। পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতর ইসা ফয়সালের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি রাকিব। ১৪তম মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করে মালদ্বীপ। তবে, লাফিয়ে ওঠে তা প্রতিহত করেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। ১৯তম মিনিটে মালদ্বীপের আলি ফাসির জোরালো শট করেন। তবে, সেই শট বারের ওপর দিয়ে চলে যায়।

অবশ্য গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মালদ্বীপকে। ম্যাচের ২৩তম মিনিটে তপু বর্মণের ভুল পাসের সুবাদে বল পেয়ে যান আলি ফাসির। ডি-বক্সে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। তার এই গোলেই ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। এরপর ম্যাচের ৪০তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে, মালদ্বীপ গোলরক্ষকের দৃঢ়তায় হতাশ হতে হয় বাংলাদেশকে।

তবে, কে জানত নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের ৪৩তম তম মিনিটে ডি-বক্সের কিছুটা দূর থেকে অবিশ্বাস্য শটে বাংলাদেশকে এগিয়ে নেন মজিবুর রহমান জনি। তার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর আর কোনো গোল না হওয়ায় সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরেই দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৫০তম মিনিটে পেয়েছিল এগিয়ে যাওয়ার সুযোগ। তবে, ভাগ্য সহায় হয়নি। রাকিবের গোল অভিমুখে করা শট লাফিয়ে ওঠে সেভ করেন মালদ্বীপ গোলরক্ষক হুসেইন শরীফ। ৫৩তম মিনিটে আলি ফাসিরের নিশ্চিত গোল ঠেকিয়ে বাংলাদেশকে ফের একবার রক্ষা করেন গোলরক্ষক মিতুল।

৮৪তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে হাতছাড়া করেন অভিষিক্ত পিয়াস আহমেদ নোভা। ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ তিনি। যার ফলে হতাশায় ডুবতে হয় সমর্থকদের। অনেকেই তখন জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। তবে, রোমাঞ্চের ছিল তখনও বাকি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পাল্টে যায় দৃশ্যপট। সুবার সাব হয়ে মাঠে নেমেই গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন পাপন সিংহ। শাহরিয়ার ইমনের বাড়ানো বলে ডি-বক্সের ভেতর থেকে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান তিনি। তার গোলেই জয়ের হাসি নিয়ে মাঠে ছাড়েন ফুটবলাররা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

প্রথম ধাপে মালয়েশিয়া যেতে পারবেন ৭ হাজার ৯৬৪ জন

কর্পোরেট সংবাদ ডেস্ক: গত বছর বাংলাদেশের প্রায় ১৮ হাজার কর্মীর মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তারা আটকে যান। তবে তাদের মধ্যে ৭ হাজার...

বগুড়ায় ডাকাতি প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্তুতিকালে পিয়াস মন্ডল (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, চাপাতি,...

যারা ক্ষমতামুখি হয়েছেন, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে: চুয়াডাঙ্গায় হাসনাত আব্দুল্লাহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'কাদের কাদের আওয়ামী লীগের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিলো আমাদের জানা আছে। কেউ কেউ...

আমাকে দেখলে তো ৩০ বছরেরই মনে হয়: শাহরুখ খান

বিনোদন ডেস্ক: জন্ম ১৯৬৫ সালে। অর্থাৎ, এ বছর শেষ হওয়ার আগেই ৬০ বছরে পা দিবেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। ভারতে চিহ্নিত হবেন প্রবীণ নাগরিক...

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী কারাগারে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রকিবুল হাসান রকি তালুকদার (২৮) নামে এক ব্যবসায়ীকে সোমবার (২৭ জানুয়ারি)...

স্মার্ট ও স্বাস্থ্যকর রান্নার সমাধানে বাজারে এলো স্যামসাংয়ের ৬টি মাইক্রোওয়েভ ওভেন

কর্পোরেট ডেস্ক: বেকিং, গ্রিল সহ নানা স্টাইলের রান্না নিয়ে শৌখিন হতে এখন আর বাধা নেই, কারণ স্যামসাং সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের সবচেয়ে আধুনিক...

টানা দ্বিতীয় বার অস্ট্রেলিয়ান ওপেন জয় সিনারের

স্পোর্টস ডেস্ক : আলেক্সান্দার জেভরেভকে হতাশ করে টানা দ্বিতীয় বারের মোত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার। ২৩ বছর এই ইতালিয়ান রড লেভার এরেনায়...