December 28, 2025 - 4:29 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশআরিচা লঞ্চ ঘাটে ড্রেজার পাইপে ভয়াবহ অগ্নিকান্ড

আরিচা লঞ্চ ঘাটে ড্রেজার পাইপে ভয়াবহ অগ্নিকান্ড

spot_img

নিজস্ব প্রতিবেদক: নৌ-সংরক্ষণ সংস্থা বিআইডব্লিউটিএ আরিচা ড্রেজার বেইজ অফিসের সামনে যমুনার পাড়ে রক্ষিত পাইপ বয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিআইডব্লিউটিএ সংস্থার হাই-ডেনসিটি পলিথিন-এইচডিপিই নির্মিত মূল্যবান বিপুল সংখ্যক পাইপ আগুণে পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে, পুড়ে যাওয়া পাইপের সংখ্যা ও ক্ষতির পরিমান নির্ণয়ের কাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার খবর ড্রেজার অফিসে জানানো হলেও কর্মকর্তা কর্মচারীরা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়নি।

জানা গেছে, যমুনা নদীতে নাব্য সংকট নিরসনে ড্রেজিংয়ে ব্যবহৃত পাইপ ভাসমান রাখার জন্য ফোম নির্মিত পলিথিন আবরণকৃত বয়া ব্যবহার করা হয়। এ বছর জুন মাসে ড্রেজিংয়ের জন্য আনা প্রায় আট ফুট উঁচু ও ১৬ ফুট ব্যাসের বিপুল সংখ্যক পাইপ আরিচা পুরাতন লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিএ ড্রেজিং বেইজ অফিসের সামনে জেগে উঠা চরে রাখা হয়।

স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নদীর পাড়ে রাখা পাইপে আগুন লাগার খবর ড্রেজার অফিসে জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়নি। অপরদিকে উত্তরদিক থেকে প্রবাহিত বাতাসে আগুণ দ্রুত ছড়িয়ে পরে। কিন্তু, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা ও গড়িমসির কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে, কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেন।

ড্রেজার ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, সকাল পৌনে আটটার দিকে এ আগুনের সূত্রপাত হলে স্থানীয়ভাবে আয়ত্বে আনার চেষ্টা ব্যর্থ হয়। আগুনের ঘটনাটি নাশকতা বলে সন্দেহ করা হচ্ছে।

ড্রেজিং ইউনিটের একাধিক কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলাপকালে জানা যায়, নদীর পাড়ে দীর্ঘদিন যাবৎ রাখা এ সকল পাইপ পাহারা দেয়ার জন্য সংস্থার কোন লোক নিযুক্ত ছিল না। তবে, সংস্থার কর্মকর্তারা জানান, বেইজ অফিসের গেটে আনসার কর্মরত থাকে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, সকাল পৌনে নয়টার দিকে খবর পেয়ে শিবালয় ও ঘিওর উপজেলার তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপণ করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কোচ জাকিরের পড়াশোনার দায়িত্ব নিল ঢাকা ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক : বিপিএলের প্রথম ম্যাচ শুরুর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে অপ্রত্যাশিতভাবে মৃত্যু বরণ করেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। শনিবার (২৭...

কনসার্টে হামলার বিষয়ে যা বললেন জেমস 

বিনোদন ডেস্ক: ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনে বহিরাগতদের ইট-পাটকেল নিক্ষেপের মুখে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের কনসার্ট পণ্ড হয়। এতে আয়োজক...

স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে বাড় ১৫৭৪ টাকা

বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি...

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস : পররাষ্ট্র উপদেষ্টা

কপোরেট সংবাদ ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস। কারণ, মানুষ দীর্ঘদিন তাদের ভোট দিতে পারেনি। শনিবার...

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার...

তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায়...

তারেক রহমানের ভোটার হতে আইনগত কোন বাধা নেই: ইসি মাছউদ

কপোরেট সংবাদ ডেস্ক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনগত কোন বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। শুক্রবার (২৬ ডিসেম্বর)...