বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমা শুক্রবার (১৫ নভেম্বর) মুক্তি পাচ্ছে। প্যান ইন্ডিয়ার এই সিনেমাটি শুধু বাংলাদেশই নয়, মুক্তি পাচ্ছে বিশ্বের প্রায় ২০টি দেশের ৪০০ প্রেক্ষাগৃহে। এমনটাই বলছেন দরদের পরিচালক অনন্য মামুন।
নির্মাতা জানান, মুক্তির দুদিন আগেই মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। অনন্য মামুন ছাড়া ১০০ হলে দেশে মুক্তি পাচ্ছে দরদ। ইতোমধ্যে ৮০টি হল চুড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন না।
সর্বাধুনিক থিয়েটার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে দৈনিক ২২টি শো চলবে দরদ’র। মাল্টিপ্লেক্সটির ওয়েবসাইটে দেখা যায়, বুধবার (১৩ নভেম্বর) দুপুর থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এসকেএস টাওয়ার, সনি, সীমান্ত সম্ভারে প্রথমদিনের শোগুলোর টিকিট সেল হচ্ছে।
সিনেমা প্রচারণার অংশ হিসেবে ‘দরদ’ সিনেমার গান ও ট্রেলার একইদিনে প্রকাশ হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ সিনেমার হিন্দি ও বাংলা গান আসার ৩ ঘণ্টা পরে আসে ট্রেলার। প্রকাশের ঘণ্টাখানের মধ্যে হিন্দি-বাংলা দুই গানই ট্রেন্ডিং-এ উঠে আসে।
রোম্যান্টিক থ্রিলার ধাঁচের এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান। অন্যান্য চরিত্রে রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসে সঙ্গে এটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।
সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই দরদ দেখার আগ্রহ প্রকাশ করেছেন।