November 5, 2024 - 9:28 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিককিসের ভিত্তিতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয়, প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর

কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয়, প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে সোরেন প্রশ্ন তুলেছেন, কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে মোদি সরকার?

রোববার (৩ নভেম্বর) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ডে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজেপির ইশতেহার প্রকাশ এবং ‘অনুপ্রবেশ’ সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের জবাবে রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সোরেন উল্লেখ করেছেন, বিজেপি-শাসিত রাজ্যগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটে। একইসঙ্গে তিনি এই প্রশ্নও তুলেছেন যে, কেন্দ্রীয় সরকার কিসের ভিত্তিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে।

রোববার গাড়োয়া বিধানসভা আসনের রাঙ্কায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, আমি জানতে চাই, বাংলাদেশের সঙ্গে বিজেপির কোনো ধরনের অভ্যন্তরীণ কোনো বোঝাপড়া আছে কি না।

তিনি বলেন, দয়া করে আমাদের বলুন— কিসের ভিত্তিতে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে অবতরণ করতে এবং আশ্রয় চাওয়ার অনুমতি দিয়েছিলেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমেই ভারতে প্রবেশ করে। তারা নিজেরাই বলছে।

রোববার বিজেপির ইশতেহার প্রকাশের সময় অমিত শাহ ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের ‘আশ্রয়’ দেওয়ার অভিযোগ করেন।

তিনি বলেন, আপনি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন। আপনি অনুপ্রবেশকারীদের আপনার ভোটব্যাংক বানিয়েছেন। আজ আমি ঝাড়খণ্ডের জনগণকে জানাতে চাই, তুষ্টির রাজনীতির অবসান ঘটিয়ে বিজেপি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেবে এবং ঝাড়খণ্ডকে প্রথম থেকে পুনর্গঠন করবে।

এর আগে, ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে গত সেপ্টেম্বরে হুমকি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি রাজ্যের সাঁওতাল পরগনায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জমি দখল করার বিষয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ‘নীরবতা’ নিয়েও সেসময় প্রশ্ন তোলেন।

ওই সময়ে অমিত শাহ প্রতিশ্রুতি দেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের থেকে জমি কেড়ে নেবে এবং তাদের দেশ থেকে বিতারিত করার জন্য কঠোর আইন করবে। তবে অমিত শাহকে পাল্টা প্রশ্ন রেখে হেমন্ত বলেন, ‘ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে।’ সুতরাং সীমান্ত পাহারা দেয়া এবং অনুপ্রবেশ রোখা কেন্দ্রের দায়িত্ব। এ ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো হাত নেই।

উল্লেখ্য, চলতি নভেম্বর মাসেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনকে সামনে রেখে জোরকদমে কাজ করছে বিজেপি। ওই রাজ্যে বিজেপি সরকার গঠনের ডাক দিয়েছেন অমিত শাহ। মূলত এই নির্বাচনকে সামনে রেখেই বিজেপির প্রচারণার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে অনুপ্রবেশ সমস্যা। আগামী ১৩ এবং ২০ নভেম্বর ঝাড়খণ্ডের ৮১টি আসনে দু’দফায় বিধানসভা ভোট হবে। ভোটের ফলাফল জানা যাবে ২৩ নভেম্বর।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৭

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩২০ জনের মৃত্যু হলো। একইসঙ্গে...

ওয়ালটন কম্পিউটারের ঢাকা ডিলার মিট অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: অনুষ্ঠিত হলো ওয়ালটন কম্পিউটারের ঢাকা ডিলার মিট। দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত এই ডিলার মিটে...

সিংগাইরে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি করতে গিয়ে চোর আটক

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে খাবারের সাথে চেতনানাশক ঔষধ খাওয়ে অজ্ঞান করে চুরি করার সময় সংঘবদ্ধ চোর চক্রের সদস্য রুস্তমকে (৫৩) স্থানীয় জনতা গনধোলাই দিয়ে...

গৌরীপুরে রাস্তার মাঝখানে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুটি, ভয়াবহ দূর্ঘটনার আশংকা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরের বালুয়াপাড়া চৌরাস্তার মোড়ের মাঝখানে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎতের খুঁটি স্হাপন করে সাথে ফোর ফোরটি লাইনের সংযোগ দেওয়ায় যেকোনও সময়...

এআই প্রযুক্তি সমৃদ্ধ নতুন ওয়াশিং মেশিন নিয়ে এল স্যামসাং

কর্পোরেট ডেস্ক: দেশের বাজারে নতুন দু’টি ওয়াশিং মেশিন নিয়ে এসেছে স্যামসাং ইলেকট্রনিকস। কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ডটি এ ওয়াশিং মেশিনগুলোতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার যুক্ত করেছে, নতুন...

কারাগারে তাপস, রিমান্ড শুনানি বুধবার

কর্পোরেট সংবাদ ডেস্ক : গায়ক, সুরকার ও সংগীত পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে সোমবার (৪ নভেম্বর) উত্তরা পূর্ব...

সিলেট মহানগর বিএনপির পূণাঙ্গ কমিটি ঘোষণা

সিলেট প্রতিনিধি : নানা জল্পনা-কল্পনার মধ্যে দিয়ে অবশেষে সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি করে সোমবার...

এনভয় টেক্সটাইলের পর্ষদ সভা ৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা...