December 3, 2024 - 11:35 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকইসরাইল-আমেরিকাসহ শত্রুরা দাঁতভাঙ্গা জবাব পাবে: ইরানের সর্বোচ্চ নেতা

ইসরাইল-আমেরিকাসহ শত্রুরা দাঁতভাঙ্গা জবাব পাবে: ইরানের সর্বোচ্চ নেতা

spot_img

নিজস্ব প্রতিবেদক : মার্কিন সরকার ও ইসরাইলসহ আমাদের শত্রুরা জেনে রাখুক ইরান ও প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলায় তারা যা করছে সুনিশ্চিতভাবে সেসবের দাঁতভাঙ্গা জবাব পাবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

বিশ্বের দাম্ভিক-সাম্রাজ্যবাদ-বিরোধী সংগ্রামের দিবস তথা ঐতিহাসিক ৪ নভেম্বর বা ফার্সি ১৩ অবনের প্রাক্কালে আজ সকালে রাজধানী তেহরানে সারা দেশ থেকে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদের এক সমাবেশে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ছাত্রদের সমাবেশে সর্বোচ্চ নেতা বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে ইরানি জাতির সংগ্রাম আমাদের প্রিয় জাতি আর দেশের ওপর মার্কিন সরকারের অবিচারপূর্ণ ও নির্লজ্জ আধিপত্যকামিতা থেকেই উদ্ভূত। কোনো কোনো লেখক ইতিহাস লিখতে গিয়ে যখন এ কথা বলেন যে ইরান ও মার্কিন সরকারের বিরোধ শুরু হয়েছে ১৯৭৯ সালের ৪ নভেম্বর বা ফার্সি ১৩৫৮ সনের ১৩ অবন তারিখ থেকে!- তাদের এই বক্তব্য বাস্তবতা সম্পর্কে বিভ্রান্তিকর। মার্কিন সরকারের নেতৃবৃন্দ ইরানের ইসলামী বিপ্লবের প্রথম থেকে ও এ বিপ্লবের আগে ও এর বহু বছর আগ থেকেই ইরানি জাতির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং তারা যতটা সম্ভব ইরানি জাতির বিরুদ্ধে সব শক্তি ব্যবহারের চেষ্টা করেছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এ প্রসঙ্গে আরও বলেছেন, ১৯৫৩ সালের ১৯ আগস্ট তথা ফার্সি ১৩৩২ সালের ২৮ মোরদাদ তারিখের আগেও ইরানে মার্কিন উপস্থিতি ও তাদের প্রচেষ্টাগুলোর কাহিনী বেশ দীর্ঘ; কিন্তু ওই ১৯ আগস্টে যা ঘটেছিল তা সবার চোখের সামনে স্পষ্ট। ওই দিনে মার্কিন সরকার ইরানের এক জনপ্রিয় সরকারকে ক্ষমতাচ্যুত করে (পালিয়ে যাওয়া) শাহের নিপীড়নকামী সরকারকে ক্ষমতায় বসায় বিশ্বাসঘাতকতাপূর্ণ হস্তক্ষেপের আশ্রয় নিয়ে। অথচ অত্যন্ত সরলমনে ওই জনপ্রিয় জাতীয়তাবাদী সরকার (ডক্টর মোসাদ্দেকের নেতৃত্বাধীন) মার্কিন সরকারের প্রতি বিশ্বাসী বা আস্থাশীল হয়েছিল। এভাবে ইরানি জাতি বহু বছর ধরে মার্কিন শত্রুতা অনুভব করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন আধিপত্যকামিতার মোকাবেলায় ইরানি জাতির বিগত প্রায় ৭০ বছরের জুলুম-বিরোধী সংগ্রামের ইসলামী, জাতীয়, বুদ্ধিবৃত্তিক ও প্রজ্ঞাপূর্ণ দিকের কথা তুলে ধরে বলেন, এই সংগ্রাম মানবিক ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং যৌক্তিকতা, নৈতিকতা ও ধর্ম আর ইসলামী আইনসিদ্ধ এই সংগ্রাম সঠিক রোড-ম্যাপ অনুযায়ী ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো ধরনের উদাসীনতা ও বিলম্ব ছাড়াই অব্যাহত থাকবে। আর বিজয়-মত্ততার এই পথে ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন সরকার ইরানি জাতির বিরোধী প্রত্যেক পদক্ষেপের দাঁতভাঙ্গা জবাব পাবে সুনিশ্চিতভাবে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দাম্ভিক শক্তিগুলোকে মোকাবেলার উপায় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের প্রস্তাবের দিকে ইঙ্গিত করে বলেছেন, সবাই জেনে রাখুক যে এই সংগ্রামের জন্য জরুরি সব সামরিক, অস্ত্র-সম্পর্কিত ও রাজনৈতিক পদক্ষেপ নেয়া হবে ইরানি জাতির প্রস্তুতি হিসেবে এবং ইরানের দায়িত্বশীল তথা কর্মকর্তারা এখন এই কাজেই ব্যস্ত রয়েছেন।

তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামী ইরানি জাতির প্রতিরোধকে একটি স্থায়ী ও জাতীয় জীবনের অংশ হিসেবে উল্লেখ করে বলেছেন, একটি দিবসের নামকরণ বৈশ্বিক সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস করার বিষয়টি আসলে এই ঐতিহাসিক সংগ্রামকে ভুলে না যাওয়ার লক্ষ্যেই করা হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা তেহরানে বিপ্লবী ছাত্রদের মাধ্যমে গুপ্তচরবৃত্তির আস্তানা হিসেবে ব্যবহৃত মার্কিন দূতাবাস দখলের ঘটনার যৌক্তিকতা সম্পর্কে বলেছেন, ওই দূতাবাসে পাওয়া দলিল-পত্র ও নানা সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে, ইসলামী বিপ্লব বানচালের লক্ষ্যে প্রতি-বিপ্লব উস্কে দেয়া, মতবিরোধ ও গোত্রীয় বিভেদ উস্কে দেয়া, ক্যু বা ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী সরকারের পতন ঘটানো, ইমাম খোমেনী (র.)’র জীবন বিপন্ন করার মত নানা ষড়যন্ত্রের সূতিকাগার ছিল ওই দূতাবাস।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

বিবিসিরর প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশি রিক্তা

অনলাইন ডেস্ক : ব্রিটিশ ব্রডকাস্ট করপোরেশনর (বিবিসি) ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উত্তরাঞ্চলের এক নারী। তিনি রিক্তা আক্তার বানু। মঙ্গলবার...

চলতি মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

অর্থ-বাণিজ্য ডেস্ক : চলতি ডিসেম্বর মাসে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য ঘোষণা করেছে সরকার। তবে গত মাসের মতো এ মাসেও অপরিবর্তিত থাকবে পণ্যটির...

বিয়ানীবাজার সুতারকান্দি সীমান্তে শতর্ক অবস্থানে প্রশাসন

সিলেট প্রতিনিধি : বাংলাদেশে সংখ্যালুঘু নির্যাতনের উপর ইস্যুকরে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশ নেতাকর্মীরা। তাদের টার্কেট বাংলাদেশে...

সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি

কর্পোরেট সংবাদ ডেস্ক: সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দফতর। মঙ্গলবার...

সিলেটে ৩৭ দিন ধরে চা শ্রমিকদের কর্ম বিরতি

সিলেট প্রতিনিধি : ৩৭ দিন ধরে চা শ্রমিকদের কর্ম বিরতির পর দৈন্যদশায় পড়তে হচ্ছে মালিকপক্ষের। পেটে না ভাত না দিয়ে বেকার শ্রমিক পরিবার গুলোতে...

চাঞ্চল্যকর গৃহবধূ পীপা হত্যা মামলায় স্বামীর জামিন, তদন্তে নির্দোষ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আবেদীন কলোনির বাসিন্দা দিলরুবা বেগম পীপা (৩৫) হত্যা মামলায় জামিন পেয়েছেন স্বামী আব্দুল আলিম প্রকাশ আলম (৪৮)। এর...

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ ডিসেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। বেড়েছে বেশির...

গাজীপুরে চাঁদার দাবিতে বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির কারণে একটি পরিবার ১৭ দিন ধরে বাড়ি ছাড়া রয়েছে বলে...