November 22, 2024 - 12:43 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকগাজায় ইসরায়েলি হামলায় ৫০ শিশুসহ নিহত ৮৪

গাজায় ইসরায়েলি হামলায় ৫০ শিশুসহ নিহত ৮৪

spot_img


আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলে বেশকিছু আবাসিক ভবনে ইসরায়েলের ২ দফা বিমান হামলায় ৫০ শিশুসহ কমপক্ষে ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যমবিষয়ক অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, হামলার শিকার ওই দুই বহুতল আবাসিক ভবনে ১৭০ জনের বেশি আশ্রয় নিয়েছিলেন।

অঞ্চলটির সরকারি গণমাধ্যম দপ্তর বলছে, ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না, কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। সরকারের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে গাজার মধ্যাঞ্চলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্যের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’র সিনিয়র ইমার্জেন্সি অফিসার লুইস ওয়াটারিজ বলেছেন, যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডে এখন সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ বেসামরিক লোকজন। এখানে খাবার পাওয়া যাচ্ছে না। খুবই কঠিন আর মানবেতর জীবনযাপন করছেন তারা। আবারও পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছে যে লোকজন ময়দার বস্তার জন্য লড়াই করছে। কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, সব শেষ হয়ে যাচ্ছে আর এ কারণে খাবারের ক্যান বা যেকোনো কিছুর জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছে।

গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত এলাকার ক্যাম্প-৫ এ একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নুসইরাত এলাকায় ইসরায়েলি বাহিনী বেশ কয়েকবার হামলা চালায়। এসব হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত এবং আহত হয় আরও বেশ কিছু মানুষ। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র বিভিন্ন সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

ইসরায়েল জানিয়েছে, খান ইউনিসে এক বিমান হামলায় হামাসের শীর্ষস্থানীয় নেতা ইজ আল-দিন নিহত হয়েছেন। তিনি গাজায় হামাসের বিভিন্ন গ্রুপের মধ্যে সমন্বয়কের কাজ করতেন বলে জানিয়েছে ইসরায়েল।

হামাসের শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, গাজায় যুদ্ধ বিরতির প্রসঙ্গটি নিয়ে আলোচনার ক্ষেত্রে মোটেও গুরুত্ব দিচ্ছে না।

এদিকে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ বলেছেন, গাজা অবশ্যই ইসরায়েলের দখলে থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় আরও বেশ কয়েক বছর অবস্থান করবে।

গতকাল শুক্রবারের হামলার পর গত এক বছরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৩ হাজার ২৫৯ জনে এবং আহত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ৮২৭ জন। গাজায় চলমান গণহত্যার জন্য ইসরায়েল ও দেশটির মিত্র যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিকে দায়ী করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...