October 24, 2024 - 8:17 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকসৌদি আরবে ৫ বিদেশিসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে ৫ বিদেশিসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ৫ বিদেশি নাগরিকসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এদের মধ্যে ৫ জনকে মাদক চোরাচালানের জন্য এবং দুজনকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বুধবার (২৩ অক্টোবর) এ খবর নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জন ইয়েমেনের নাগরিক। তাদের বিরুদ্ধে হাশিশ (মারিজুয়ানা) চোরাচালানের অভিযোগ ছিল। এছাড়া, একজন পাকিস্তানি নাগরিককেও মাদক চোরাচালানের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এ নিয়ে চলতি বছর কেবল মাদক সংক্রান্ত অপরাধেই ৭১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি আরব। এটি দেশটির মাদক চোরাচালান বিরোধী কঠোর অভিযানের অংশ বলে মনে করা হচ্ছে।

সৌদি আরবে সম্প্রতি কেপ্টাগন নামে এক ধরনের উচ্চাসক্তি তৈরি করা অ্যামফেটামিনের চাহিদা বাড়ছে। এটি মূলত সিরিয়া এবং লেবানন থেকে পাচার করা হচ্ছে। গত বছর সৌদি কর্তৃপক্ষ একটি হাই-প্রোফাইল মাদকবিরোধী অভিযানের সূচনা করে, যার ফলে ব্যাপক অভিযান ও গ্রেফতারির ঘটনা ঘটেছে।

বুধবার ৫ বিদেশির পাশাপাশি দুজন সৌদি নাগরিকেরও মৃত্যুদণ্ড কার্যকর করেছে রিয়াদ। তারা হত্যা মামলার আসামি ছিলেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২৩ সালে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ ছিল সৌদি আরব। তাদের ওপরে ছিল কেবল চীন ও ইরান।

সরকারি হিসাব অনুসারে, চলতি বছর মোট ২৩৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে, দেশটি যখন আধুনিক ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে। রিয়াদ কর্তৃপক্ষ বলেছে, মৃত্যুদণ্ড জনসাধারণের স্বার্থেই প্রয়োজনীয় এবং দণ্ড কার্যকর করার আগে অভিযুক্তদের সব ধরনের আইনি আপিল প্রক্রিয়া সম্পন্ন করা হয়।সূত্র: এএফপি

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...

১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আইটি কনসালটেন্ট

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালটেন্টস পিএলসি’র (আইটিসি) গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের...