ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় পুকুর থেকে সাজ্জাদ তালুকদার (৬) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত সাজ্জাদ উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকি গ্রামের কামরুল হাসান সোহাগ তালুকদারের ছেলে।
সাজ্জাদের বাবা সোহাগ তালুকদার জানান, রোববার (২০ অক্টোবর) বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাজ্জাদ। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করা হয়। সাজ্জাদের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট দেয় আত্নীয়-পরিজন।।এরপরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। সোমবার (২১ অক্টোবর) সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে লোকজন।পরে পুকুর থেকে সাজ্জাদের মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই মো.হাদীস উদ্দিন জানান, সকালে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধারের পর থানা পুলিশে খবর দিলে অফিসার ইনচার্জ মহোদেয়ের নির্দেশে দুপুর দেড়টায় আমি ঘটনাস্থলে যাই। প্রাথমিক তথ্যানুসন্ধানের পর সাঁতার না জানার কারণে শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে মনে হয়েছে। বাড়ী লাগোয়া পুকুরের কাছে খেলতে গিয়ে পড়ে গিয়ে থাকতে পারে শিশুটি। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।