নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে গরীব, এতিম, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) আলহাজ্ব এম.এ সাত্তার খান ফাউন্ডেশনের আয়োজনে ওই ইউনিয়নের নবগ্রাম, বাঙ্গালা, রামকান্তপুর ও খোলাপাড়া গ্রামের ২০টি পরিবারের লোকজনের হাতে প্রতিষ্ঠানের পক্ষে ছাগল তুলে দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.মোস্তাফিজুর রহমান বিশ্বাস মিলন। বিকেল ৫ টার দিকে রামকান্তপুর গ্রামে ছাগল বিতরণকালে স্থানীয় মো.তাহের আলী, মো.ফরশেদ আলম কোম্পানি, আজিজ দেওয়ানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সাত্তার খান (সাত্তার কোম্পানি) বলেন, ছয় মাস যাবত চালু করেছি, প্রতি সপ্তাহেই দু’একটা করে দিচ্ছি। এ পর্যন্ত ৫০/৬০ টি ছাগল গরীব, অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। আগামীতেও এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।