বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাব্বির হোসেন (১৪) হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহফুজ আলম সোহেলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাহফুজ আলম সোহেল (৪৫) উপজেলার দিগদাইড় ইউনিয়নর শিহিপুর গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে এবং দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলার গাবতলী উপজেলার মো. সাব্বির হোসেন হত্যার ঘটনায় গত ১৫ আগস্ট তার বাবা শাহীন আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মাহফুজ আলম সোহেল ছিলেন এ মামলার এজাহার