December 21, 2024 - 5:51 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকজম্মু ও কাশ্মীরে গঠিত হতে চলেছে গণতান্ত্রিক সরকার

জম্মু ও কাশ্মীরে গঠিত হতে চলেছে গণতান্ত্রিক সরকার

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৬ বছর পর ভারতের জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হলো রাষ্ট্রপতি শাসন। এবার সেখানে গঠিত হতে চলেছে গণতান্ত্রিক সরকার।

শুক্রবার (১১ অক্টোবর) জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ওই দাবির পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। এর ফলে আরও একবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হতে চলেছেন ওমর আবদুল্লাহ।

এর মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরিত নির্দেশিকা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তাতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯-এর ৭৩ নম্বর ধারা, সংবিধানের ২৩৯ ও ২৩৯-এ ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী নিয়োগের আগে জম্মু ও কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল। সেই সময় সেখানে জারি হয়েছিল কারফিউ। কেন্দ্রীয় বাহিনী ও সেনাবাহিনীর সদস্যে ভরে যায় গোটা উপত্যকা। তবে তারও আগে থেকেই সেখানে রাষ্ট্রপতি শাসন জারি ছিল।

২০১৪ সালের নির্বাচনের পরে জম্মু ও কাশ্মীরে পিডিপির সঙ্গে মিলে সরকার গঠন করেছিল বিজেপি। তবে সেই সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিজেপি সমর্থন প্রত্যাহার করেছিল মেহবুবা মুফতির থেকে। এর জেরে সরকার পড়ে যায়। তখন থেকেই সেখানে জারি হয় রাষ্ট্রপতি শাসন।

তবে ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দেওয়া হয়। বিশেষ মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর। এমনকি, রাজ্যের মর্যাদাও চলে যায়। বর্তমানে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল।

এদিকে, ভোটে জেতার পরই ওমর আবদুল্লাহ বলেছিলেন, আমি সবসময় বলেছি, যারা এই ৩৭০ ধারা বাতিল করেছে, সেই লোকদের কাছ থেকে এটি ফিরে পাওয়ার প্রত্যাশা করা বোকামি। এটা মানুষকে ধোঁকা দেওয়ার মতো।

‘তবে আমরা এই ইস্যুটিকে বাঁচিয়ে রাখবো। আমরা আশা করি, একদিন সরকার পরিবর্তন হবে। প্রধানমন্ত্রী পরিবর্তন হবে ও এমন একটি সরকার গঠিত হবে, যাদের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলতে পারবো ও জম্মু-কাশ্মীরের জন্য কিছু অর্জন করতে পারবো।’

এবারের নির্বাচনে ৯০ সদস্য বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোট ৪৮টি আসনে জিতেছে। এর মধ্যে ৪২টি আসনে জয়ী ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস জয়ী ৬টিতে। আর পিডিপি জয়ী মাত্র ৩টি আসনে। বিজেপি পেয়েছে মাত্র ২৯টি আসনে। এদিকে সিপিএম ও আম আদমি পার্টি পেয়েছে একটি করে আসন। সূত্র: হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

ধুনটে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় শ্রাবনী আক্তার খুশি (১৫) নামের এক তরুনী মেয়ে থেকে ছেলে হিসেবে রুপান্তর হয়েছে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পূর্বপাড়া...

ঝিনাইদহে ৩ দিনব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শুরু

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ সৃষ্টি, কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মান সম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে ঝিনাইদহে ৩ দিনব্যাপী...

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : গত জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এতে ৮৫৮...

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়ালো ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়িয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন ওয়ালটনের সিনেডি (CiNEd), সিনেক্সা (CiNEXA) এবং এসিসি (ACC)...

ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে একসাথে অনার ও গ্রামীণফোন

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি গ্রামীণফোনের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে স্মার্টফোন ব্র্যান্ড অনার। রাজধানীর জিপি হাউজে স্বাক্ষরিত এ চুক্তির আওতায়, গ্রামীণফোনের জিপিস্টার গ্রাহক...

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্দ্যোগে ঢাকা সেন্ট্রাল, কুমিল্লা, খুলনা, রংপুর, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণজোনের এজেন্ট আউটলেটসমূহের সত্বাধিকারী, ইনচার্জ ও এজেন্ট কর্মকর্তাদের...

সোনাইমুড়ীতে হোসেনপুর ফাতেমা (রা.) মহিলা মাদরাসার উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় হোসেনপুর ফাতেমা (রা.) মহিলা মাদরাসার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে (২১ ডিসেম্বর) সকালে উপজেলার বারগাঁও ইউনিয়নের হোসেনপুর মধ্যপাড়ায় আনুষ্ঠানিক...

সফল নারী উদ্যোক্তা প্রতিভা বুটিকের হেলেনা খাতুন

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ‘দিন শেষ মানেই অন্ধকার নয়, নতুন দিনের শুরু’ ‘হতাশা মানেই শেষ নয়, নতুন উদ্যোমে এগিয়ে চলা’-কথাটির বাস্তবে রূপ দিয়েছেন একজন...