October 8, 2024 - 6:35 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারদর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

spot_img

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি হয়েছে ১৪২ টির। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা আফতাব অটোমবাইলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ০৩ শতাংশ।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে-বিকন ফার্মাসিটিক্যালস পিএলসি, ওরিয়ন ফার্মা লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ