আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ রুহুল আমিন হাওলাদার (২২) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
বুধবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৪ পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ তাকে আটক করে। পরে সদর উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে রুহুল আমিন হাওলাদারকে বিনাশ্রম কারাদন্ডসহ জরিমানা করেন।
সাজাপ্রাপ্ত রুহুল আমিন সরিষাডাঙ্গা গ্রামের মসজিদ পাড়ার জিয়ারুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার বেলা ১২ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শারিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রুহুল আমিন হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ৪ পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহুল আমিনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।