October 16, 2024 - 2:45 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারশিল্পায়ন ও উন্নয়নের গতি ত্বরান্বিত করতে মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপের সাথে...

শিল্পায়ন ও উন্নয়নের গতি ত্বরান্বিত করতে মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপের সাথে বিএসইসির বৈঠক

spot_img


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপের বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্তি একদিকে যেমন দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করবে। অন্য দিকে পুঁজিবাজারের মাধ্যমে অর্থায়নের ফলে এইসব বিভিন্ন খাতের অধিকতর বিকাশের মাধ্যমে দেশের শিল্পায়ন ও উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিএসইসি ভবনে মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপের শীর্ষ উদ্যোক্তাদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ছাড়াও প্রতিষ্ঠানটির কমিশনার মোঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

তিনটি গ্রুপ কোম্পানির পক্ষে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্তাপনা পরিচারক মোস্তফা কামাল, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান এবং পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ উপস্থিত ছিলেন।

বিএসইসির চেয়ারম্যান বলেন, মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপ শুধু বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী হিসেবে সুপরিচিতই নন, তাদের অধীন রাসায়নিক, সিমেন্ট, খাদ্য ও ভোগ্যপণ্য, রিয়েল এস্টেট, বীমা সিকিউরিটিজ, উইটিলিটি, ইস্পাত, মুদ্রণ ও প্যাকেজিং, শিপিং, পাওয়ার ও এনাজিং তথা জ্বালানি, শেয়ার এবং সিকিউরিটিজ, বীমা, গণমাধ্যম, স্বাস্থ্যসেবা, স্টিল, গ্লাস, অ্যালুমিনিয়াম, শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং, টেক্সটাইল, পেট্রোলিয়াম প্রোডাক্টস, কৃষিজাত পণ্য, লেদার পণ্য, ফিশারিজ ইত্যাদি বিভিন্ন খাতের প্রতিষ্ঠিত কোম্পানি রয়েছে। যা তাদের ব্যবসার ব্যাপ্তি ও ডাইভারসিফিকেশনের স্পষ্ট প্রতিফলন।

বিএসইসি চেয়ারম্যান আরো বলেন, অর্থনৈতিক উন্নয়নে এবং শিল্প-বাণিজ্য খাতে মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং পিএইচপি গ্রুপের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তারা শুধু বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী হিসেবে সুপরিচিত নন, তাদের ব্যবসার ব্যাপ্তি ও ডাইভারসিফিকেশনের স্পষ্ট প্রতিফলন।

পুঁজিবাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন শীর্ষস্থানীয় ও স্বনামধন্য কোম্পানি এবং গ্রুপকে তালিকাভুক্তির বিষয়ে অনুপ্রাণিত করতে দেশের এই তিন গ্রুপের শীর্ষে কর্তাদের সাথে আলোচনায় বসে বিএসইসি। পুঁজিবাজারের স্বার্থে বাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তি জরুরি এবং এই লক্ষ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আন্তরিকভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় দেশের বৃহৎ এই তিনটি গ্রুপের অধীনে থাকা মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। বৈঠকে পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়ন, তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন, আইপিও অনুমোদন ও তালিকাভুক্তির প্রক্রিয়া সহজীকরণ ও দ্রুত সম্পাদনসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়।

পুঁজিবাজারের ভালো মৌলভিক্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তির লক্ষ্যে দেশের অন্যান্য বড় গ্রুপগুলোর সাথে সভা করবে বিএসইসি। এই প্রচেষ্টার ফলশ্রুতিতে বাংলাদেশের পুঁজিবাজারে আগামীতে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্ত হবে বলেই বিএসইসি’র প্রত্যাশা। এর মাধ্যমে দেশের পুঁজিবাজারে নতুন গতি আসবে এবং বাজার আরো প্রাণবন্ত রূপ পাবে বলে আশা করা যায়। একটি সমৃদ্ধ ও সফল পুঁজিবাজার গড়তে এবং পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও সংস্কারের নিমিত্ত বর্তমান কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের পুঁজিবাজার সংস্কার, উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের মাধ্যমে অচিরেই বিনিয়োগকারীরা একটি স্বচ্ছ, গতিশীল এবং আধুনিক পুঁজিবাজার পাবে বলে আশা করা যা।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

মাহাথির মোহাম্মদ ফের হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার ২ বারের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা...

আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না!

হাফিজ মাছুম আহমদ দুধরচকী।। নিঃসন্দেহে আল্লাহ তায়ালা গোপন ও প্রকাশ্যের সব বিষয়ে অবগত। নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না। সূরা আন নাহল (আয়াত ২৩)।...

১২ বিচারপতিকে প্রধান বিচারপতির চায়ের আমন্ত্রণ

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ ওঠায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা ৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

বিশ্ববাজারে বড় পতনে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে উল্লেখযোগ্য হারে। মঙ্গলবার (১৫ অক্টোবর) তেলের দাম কমেছে ৪ শতাংশের বেশি। এর অন্যতম কারণ হলো...

বাতিল হচ্ছে জাতীয় ৮ দিবস

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতীয় শোক দিবস, জাতীয় শিশু কিশোর দিবস ও ঐতিহাসিক ৭ মার্চসহ মোট আটটি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। গত...

ডিএসইএক্স সূচকে যুক্ত হলো টেকনো ড্রাগস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হালনাগাদ করা হচ্ছে। এতে এই সূচকে নতুন করে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেকনো ড্রাগস লিমিটেডকে যুক্ত...

কানাডা-ভারত সম্পর্ক তলানিতে, পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক : খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনা ফের উত্তপ্ত ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক। ওই হত্যাকাণ্ডের ঘটনায় পাল্টাপাল্টি কূটনীতিকদের বহিষ্কার করেছে দেশ দুইটি। এই...