January 14, 2026 - 5:01 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনমায়ের আপত্তিতে আটকে গেল স্ত্রীর সঙ্গে সালমানের প্রেম নিয়ে সিনেমা

মায়ের আপত্তিতে আটকে গেল স্ত্রীর সঙ্গে সালমানের প্রেম নিয়ে সিনেমা

spot_img

বিনোদন ডেস্ক : নব্বই দশকে ঢাকাই সিনেমার রোমান্টিক নায়ক হিসেবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন সালমান শাহ। মৃত্যুর দুই দশকেরও বেশি সময় কেটে গেলেও এই ইন্ডাস্ট্রিতে রোমান্সের কিং বা আইকন এখনো তিনি। তার সেই ক্রেজ, জনপ্রিয়তাকে কেউ টপকাতে পারেননি।

রুপালি পর্দার মতোই বাস্তব জীবনেও নায়কদের চরিত্রের মিল খুব একটা পাওয়া যায় না। তবে সালমান শাহ রুপালি পর্দার মতোই বাস্তব জীবনেও ছিলেন দারুণ রোমান্টিক। এক পলক দেখেই সামিরাকে ভালোবেসে ফেলা, তাকে নানবিধ প্রেমময় কায়দায় মুগ্ধ করে ভালোবাসায় আবদ্ধ করা, তাকে আপন করে পাওয়ার জন্য নানা পাগলামির অনেক গল্প আজও তরুণদের হৃদয়ে দোলা দেয়।

বিয়ের পর স্ত্রী সামিরার সঙ্গে মনোমালিন্য হলে তার রাগ ভাঙাতে হেলিকপ্টার ভাড়া করে ফেলার মতো দুর্দান্ত এক প্রেমিক ছিলেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ। সামিরার সঙ্গে তার সেই প্রেমকে সিনেমার পর্দায় বারবার তুলে আনার দাবি উঠেছে ভক্তদের মধ্যে। অনেক ভক্ত আবার সামিরাকে সালমানের মৃত্যুর জন্য দায়ী মনে করে সেই দাবির বিপক্ষেও কথা বলেছেন।

এমনি মিশ্র প্রতিক্রিয়ার মুখে বরেণ্য নির্মাতা ছটকু আহমেদ চেয়েছিলেন সালমান ও সামিরার প্রেমকাহিনী সিনেমায় তুলে ধরবেন। ঘোষণাও দিয়েছিলেন তিনি সিনেমাটির। নাম ঠিক করেছিলেন ‘স্বপ্নের রাজকুমার’। তবে রোববার, ৬ অক্টোবর ছটকু আহমেদ জানান, এই ছবিটি হচ্ছে না। সালমান শাহের মা নীলা চৌধুরীর আপত্তির কারণেই সিনেমাটির নির্মাণ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

সালমান-সামিরার প্রেমকাহিনি পর্দায় তুলে ধরার পরিকল্পনা ছিল নায়কের প্রথম সিনেমার নির্মাতা সোহানুর রহমান সোহানের। সামিরার কাছে তাদের প্রেমকাহিনি শুনে সেই সিনেমার গল্পও সাজিয়েছিলেন তিনি। গত বছর সোহানের মৃত্যু হয়। তাই সহকর্মীর সেই স্বপ্নের কাজটিতে প্রাণ সঞ্চার করতে চেয়েছিলেন ছটকু আহমেদ। শুরু করেছিলেন প্রি-প্রোডাকশন। শিল্পী নির্বাচন করতে চেয়েছিলেন বিভিন্ন জেলা থেকে অডিশনের মাধ্যমে। কিন্তু নীলা চৌধুরী আপত্তির জন্য কাজ বন্ধ করে দিয়েছেন।

ছটকু আহমেদ বলেন, ‘আমি সিনেমাটি তৈরি করছি জানতে পেরে কিছুদিন আগে নীলা চৌধুরী লন্ডন থেকে ফোন করেন। তিনি সিনেমাটি বানানো যাবে না বলে জানান। কারণ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া আছে তাদের। তারপর সিনেমাটির কাজ স্থগিত করেছি।’

সিনেমাটি নির্মাণ করতে না পরার কষ্ট ও আক্ষেপ নিয়ে ছটকু আহমেদ বলেন, ‘এটিকে আসলে সালমানের বায়োপিক বলা যায় না। দুই তরুণ-তরুণীর প্রেমকাহিনি দেখাতে চেয়েছিলাম আমি। যেখানে সালমানের জীবনের একটা আমেজ থাকবে। গল্পে তার মা নীলা চৌধুরীর তেমন ভূমিকা নেই। তবুও তিনি প্রশ্ন তুলেছেন সিনেমাটি নিয়ে। গল্পটি সামিরার। আপত্তি করলে সে করতে পারতো। নীলা চৌধুরী কেন আপত্তি করলেন আমার বোধগম্য নয়। তবে তিনি সলামানের মা, তার সঙ্গে এসব নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না আমি।’

সামিরার সঙ্গে সম্প্রকি ছটকু আহমেদের ছবি প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ায়। সেসব ছবি দেখার পর সালমানের কিছু ভক্ত গালাগাল করেন সিনিয়র এই পরিচালককে। এ বিষয়টাও মানসিকভাবে আহত করেছে তাকে। সেজন্যও সিনেমাটি না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রসঙ্গত, চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে ১৯৯০ সালের ১২ জুলাই সামিরার সঙ্গে প্রথম দেখা হয় সালমান শাহের। সেখানেই পরিচয় থেকে প্রেম ও পরবর্তীতে ১৯৯২ সালের ২০ ডিসেম্বর গোপনে করেন বিয়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...