September 21, 2024 - 12:38 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশিক্ষা-সাহিত্য-সংস্কৃতিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, তিনি সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক। তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামেরও সভাপতি।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

তার এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গত ৭ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মো. নূরুল আলম। এরপর থেকে এই পদটি ফাঁকাই ছিল।

২০২২ সালে উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. মো. নূরুল আলম ছিলেন বিশ্ববিদ্যালয়টির পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক। সাম্প্রতিক কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে সরকার পতনের গণ আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ