September 21, 2024 - 12:39 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশিক্ষা-সাহিত্য-সংস্কৃতিআবদুল মান্নান সৈয়দের প্রয়াণবার্ষিকীতে ঐতিহ্যের নতুন বই 'মাতাল মানচিত্র'

আবদুল মান্নান সৈয়দের প্রয়াণবার্ষিকীতে ঐতিহ্যের নতুন বই ‘মাতাল মানচিত্র’

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক-গবেষক, অনুবাদক ও সম্পাদক আবদুল মান্নান সৈয়দের চতুর্দশ প্রয়াণবার্ষিকী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)।

তাঁর স্মরণে বাংলা প্রকাশনার গৌরব ‘ঐতিহ্য’ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের কবিদের কবিতার আবদুল মান্নান সৈয়দ-কৃত অনুবাদ সংকলন ‘মাতাল মানচিত্র’। এই বইয়ে স্থান পেয়েছে এডগর এলেন পো, রাইনে মারিয়া রিলকে, হিমেনথ, লোরকা, লি পো, পার্সি বিশি শেলি, জন কীটস, পল এলুয়ার, অক্টাভিও পাজ, রাফায়েল আলবের্তি, আন্তনিও মাকাদোর মতো কবিদের কবিতা ও বিশদ পরিচিতি।

উল্লেখ্য, ঐতিহ্য ইতিপূর্বে প্রকাশ করেছে আবদুল মান্নান সৈয়দের আরও একগুচ্ছ বই: জন্মান্ধ কবিতাগুচ্ছ, কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড, সকল প্রশংসা তাঁর, নজরুল জীবনী, সুধীন্দ্রনাথ দত্ত : কালো সূর্যের নিচে বহ্নুৎসব, কাজী নজরুল ইসলাম বিষয়ক সাক্ষাৎকার, আমার নজরুল, আমর জীবনানন্দ, কলকাতা, স্মৃতির নোটবুক, ভেসেছিলাম ভাঙা ভেলায়, সম্পাদিতগ্রন্থ: জীবনানন্দের শ্রেষ্ঠ গল্প, সাবদার সিদ্দিকি কবিতাসংগ্রহ ইত্যাদি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ