October 7, 2024 - 7:23 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকমরা মাছের প্লাবনে গ্রীক বন্দর নগরীতে জরুরি অবস্থা

মরা মাছের প্লাবনে গ্রীক বন্দর নগরীতে জরুরি অবস্থা

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : গ্রীসের মধ্যাঞ্চলীয় বন্দর নগরী ভোলোসে মৃত মাছের প্লাবনের পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেছে, এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়তে পারে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শনিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এথেন্স নিউজ এজেন্সি জানায়, জলবায়ু মন্ত্রনালয়ের নাগরিক সুরক্ষা মহাসচিব ভ্যাসিলিস পাপেজর্জিউ জারি করা মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণায় বলা হয়, প্যাগাসেটিক গালফ বন্দর পরিষ্কার করার জন্য তহবিল প্রয়োজন। সেখানে উপকূল বরাবর এবং নদীগুলোতে টন টন মরা মাছ জমা হয়েছে।

গত বছর থেসালি অঞ্চলে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের পর এথেন্সের উত্তরে সাড়ে তিন ঘণ্টার পথ ভোলোস বন্দরে এমন ঘটনায় দ্বিতীয় পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি হলো।

খবরে বলা হয়, কেবলমাত্র মঙ্গলবার কর্তৃপক্ষ ভোলোসের কাছে সমুদ্র সৈকত থেকে ৫৭ টন মৃত মাছ অপসারণ করেছে।
সূত্র-বাসস।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ