October 6, 2024 - 9:28 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যবিদেশ ভ্রমণে ব্যাংক এমডিদের অনুমতি লাগবে না

বিদেশ ভ্রমণে ব্যাংক এমডিদের অনুমতি লাগবে না

spot_img

কর্পোরট সংবাদ ডেস্ক: দেশে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন কোনও ব্যাংকের এমডি বা সিইও বিদেশ ভ্রমণে যেতে চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে না। আগে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বিদেশ ভ্রমণের ১০ দিন আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলার বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার অতি প্রয়োজনে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ব্যাংকের নিজস্ব ভ্রমণ নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবেন। তবে, এমডি বা সিইও দেশত্যাগের ১০ কর্মদিবস পূর্বে এমডির ভ্রমণের কারণে অনুপস্থিত সময়কালে তার স্থলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, দাপ্তরিক ফোন, সেল ফোন নাম্বার ও ই-মেইল ঠিকানা ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (ডিভিশন-২)-কে লিখিতভাবে জানাতে হবে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারির এক নির্দেশনায় বলা হয়, ব্যাংকের এমডি বা সিইও বিদেশ ভ্রমণ অতি জরুরি হলে দেশের বাইরে গমনের ১০ কর্মদিবস আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে আবেদন করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ