মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলি করে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও হুইপসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানার এসআই সেলিম বাদি হয়ে এই মামলা দায়ের করেন। এই মামলার আসামি সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। মামলায় গেল ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় শান্তিপূর্ণ মিছিল হামলা ও গুলি চালানোর অভিযোগ করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান। তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে এজাহার পাই।আজ শনিবার ১৫০ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। কোনো গ্রেপ্তার নেই।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন-কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ সায়মুন সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবু্ুবুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেকসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার হয়েছে।
মামলার বাদি কক্সবাজার সদর মডেল থানার এসআই সেলিম তার করা এজাহারে উল্লেখ করেন, গেল ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় শান্তিপূর্ণ মিছিল হামলা ও গুলি চালায় উল্লিখিত বাদী ও আরো শ’দেড়শো জন। এই ঘটনায় একজন মারা যায়।