গাজীপুর প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় ডা. মৌমিতাকে ধর্ষণ ও হত্যাকারীদের বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (১৭ আগস্ট) সকালে গাজীপুরের কোনাবাড়ীতে এ কর্মসুচী পালন করে তারা।
কর্মসূচীতে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়াও ২০১৬ সালে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাশবিক নির্যাতন ও ধর্ষণের ঘটনায় নিহত সোহাগি জাহান তনুর হত্যাকারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ।
এসময় কোনাবাড়ী এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে মানববন্ধন শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে বিক্ষোভ মিছিল করেন তারা।