December 17, 2025 - 4:55 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকভারতের কেরালায় ভূমিধসে নিহত ৪৩, আটকা শতাধিক

ভারতের কেরালায় ভূমিধসে নিহত ৪৩, আটকা শতাধিক

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টিতে ভারতের কেরালা রাজ্যের ওয়ানাড় জেলায় চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধসের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সড়ক ভেসে যাওয়ায় শতাধিক লোক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ি এলাকাটিতে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন এনডিআরএফসহ একাধিক সংস্থার সদস্যরা। খবর এনডিটিভির।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং রাজ্য সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি বিজেপি প্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীরা যেন উদ্ধার কাজে সহায়তা করেন তা নিশ্চিত করতে বলেছেন। প্রধানমন্ত্রী এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর সঙ্গেও কথা বলেছেন, যিনি কেরালায় বিজেপির একমাত্র সংসদ সদস্য।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ওয়ানাড়ের কিছু অংশ ভূমিধসের কারণে বিপর্যস্ত। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের সবার প্রতি আমার সমবেদনা এবং আহতদের জন্য প্রার্থনা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। কেরালার মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা হয়েছে এবং সেখানে বিরাজমান পরিস্থিতিতে কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রীর কার্যালয় এই দুর্যোগে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে। আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, সমস্ত সংস্থা ওয়ানাড়ে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা উদ্ধার অভিযানের সমন্বয় করবেন। তিনি এক বিবৃতিতে এসব কথা বলেন। কেরালা রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও এনডিআরএফ ছাড়াও কান্নুর ডিফেন্স সিকিউরিটি করপোরেশনও উদ্ধার অভিযানে যোগ দিতে প্রস্তুত রয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, উদ্ধার অভিযানে যোগ দিতে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার শিগগিরই ওয়ানাড়ের উদ্দেশে রওনা হবে। রাজ্যের স্বাস্থ্য বিভাগ একটি কন্ট্রোল রুম খুলেছে বলেও জানান তিনি।

এক্সে দেওয়া এক পোস্টে কংগ্রেস নেতা ও ওয়েনাড়ের সাবেক সংসদ সদস্য রাহুল গান্ধী বলেন, তিনি এই বিপর্যয়ের জন্য ‘গভীরভাবে ব্যথিত’ এবং পরিবারের সদস্যকে যারা হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

রাহুল গান্ধী আরও বলেন, ‘আমি আশা করি, যারা এখনও আটকে আছেন, তাদের শিগগিরই নিরাপদে ফিরিয়ে আনা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মুন্ডক্কাই, চুরমালা, আত্তামালা ও নুলপুজা রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অনেক রাস্তা ধসে গেছে এবং একটি সেতু ভেসে গেছে এবং বেশ কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। হেলিকপ্টারও আনা হবে, কিন্তু আবহাওয়া খারাপ।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...