January 14, 2026 - 6:46 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeঅন্যান্যবেনাপোলে আটকে পড়েছে পচনশীল পণ্যবাহী অর্ধশতাধিক ট্রাক

বেনাপোলে আটকে পড়েছে পচনশীল পণ্যবাহী অর্ধশতাধিক ট্রাক

spot_img

মনির হেসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দরে পচনশীল পণ্য মাছ, ফল ও সবজিসহ প্রায় অর্ধশতাধিক ট্রাক আটকে পড়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার ২৭ জুন রাতে বেনাপোল কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করেছেন আমদানিকারকরা। এ সময় আমদানি-রফতানি বন্ধের হুমকি দেয় বেনাপোল আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন।

ব্যবসায়ীরা জানান, গত ২৩ জুন এনবিআর পচনশীল পণ্য শুল্কায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে। ঢাকায় অনুষ্ঠিত অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের এক সভায় আমদানি করা পণ্যের শুল্কায়ন সমতা বজায় রাখা এবং আমদানিকারকদের জন্য সুষম সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়। এই কারণ দেখিয়ে আমদানি পর্যায়ে মাছ, শুঁটকি মাছ, টমেটো, পান ও বিভিন্ন ধরনের ফলের সঠিক পরিমাপ নির্ধারণে পণ্যবাহী ট্রাকের চাকার সংখ্যার ভিত্তিতে ন্যূনতম ওজন নির্ধারণের প্রস্তাব ও সুপারিশ করা হয়। যা গত ২৭ জুন থেকে কার্যকর করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। এতে লোকসানের কবলে পড়েন আমদানিকারকরা। এ সময় পণ্য চালান খালাস না নেয়ায় বন্দরে আটকে পড়ে প্রায় অর্ধশতাধিক পচনশীল খাদ্যপণ্যবাহী ট্রাক। সেগুলোর মধ্যে যেসব আমদানিকারকের ট্রাকের চাকার সংখ্যা অনুযায়ী ওজন ঠিক ছিল সেগুলোর মালামাল খালাস হয়েছে।

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘এনবিআরের জারি করা নতুন আদেশের অনুচ্ছেদ ৪ কাস্টমস মূল্যায়ন না করায় আমদানিকারকরা পণ্য চালান খালাস নিতে পারছেন না। আদেশে বলা আছে, নতুন আদেশের যে প্রাকৃতিক ওজন নির্ধারণ করা হয়েছে, সেই ওজনের অতিরিক্ত বা কম মালামাল থাকলে কাস্টম এবং শুল্ক গোয়েন্দার উপস্থিতিতে পণ্যটির পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিন্তু বেনাপোল কাস্টম হাউস সেটি করছে না। মালামাল পরীক্ষা করে কম বা বেশি থাকলে অতিরিক্ত শুল্ক করাদি পরিশোধসহ জরিমানার টাকা আদায় সাপেক্ষে আমদানি করা পচনশীল কাঁচামালজাতীয় পণ্য বন্দর থেকে খালাস নেয়া যাবে। তবে মাল কম থাকলেও যে পরিমাণ পণ্য থাকার কথা সেই পরিমাণ পণ্যেরই শুল্ক দিতে হবে? একই দেশে দুই ধরনের নিয়ম। মাল বেশি থাকলে জরিমানা দিতে হবে, আবার ওই ট্রাকে যে পরিমাণ মাল থাকার কথা তার চেয়ে কম থাকলেও অতিরিক্ত ডিউটি দিতে হবে। এটি কেমন নিয়ম? ২৪ ঘণ্টার মধ্যে চলমান এই সমস্যার সমাধান না হলে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হবে।’

তিনি আরও বলেন, ‘মালামাল বেশি আসলে অতিরিক্ত শুল্ক দিতে হয়। কম আসলে কেন শুল্ক কম নেয়া হবে না। আমাদের ওপর এভাবে হয়রানি করলে এ পথ দিয়ে আমরা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবো। তা ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার পরে বেনাপোল কাস্টম হাউজে এ বিষয় নিয়ে সিদ্ধান্ত দেয়ার মতো কেউ ছিলেন না। সন্ধ্যার পরপরই সবাই বেনাপোল ছেড়ে ঢাকায় চলে গেছেন। কারণ তাদের সবার পরিবার ঢাকায় থাকে।’

এ বিষয়ে বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, এনবিআরের নতুন আইন তারা কার্যকর করছেন। তবে কয়েকজন আমদানিকারক অভিযোগ করে পণ্য খালাস নিচ্ছেন না। অল্প কয়েকজন খালাস নিয়েছেন। তবে যারা পণ্য খালাস নেননি শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকাই, তাদের বিষয়ে আগামী রোববার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...