সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে চলতি ২০২৩/২৪ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত কর্মসংস্থান কর্মসূচির টাকা কাজ শেষ হওয়ার পরেও পাননি উপজেলার ৯৭৩ জন শ্রমিক। দ্বিতীয় পর্যায়ে গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত কাজর মেয়াদ শেষ হয়েছে।’ এদিকে শ্রমিকগণ তাদের প্রাপ্য মজুরী না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।
কাজিপুর প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের দ্বিতীয় পর্যায়ে উপজেলার ১২ ইউনিয়নের ৯৭৩ জন শ্রমিক ৪শ টাকা মজুরী হিসাবে ৩৩ দিন কাজ করেছে। এতে করে প্রতিজন শ্রমিকের ৩৩ দিনে ১৩ হাজার ২ শ টাকা করে পাওনা রয়েছে। শ্রমিকগণ জানান,এত দিন ধার দেনা করে সংসার চালালেও এখন পরিজন নিয়ে বিপদে রয়েছেন তারা। পাওনাদারের ভয়ে তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে।
গান্ধাইল ইউনিয়নের শ্রমিক মোতাহার হোসেন জানান আমরা অতিদরিদ্র। শ্রম বিক্রির টাকা না পেলে চলবো কিভাবে?
এ বিষয়ে কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহা আলম মোল্লা জানান ,আমরা আগেই বিল করে পাঠিয়েছি। আশা করছি আগামী সপ্তাহে টাকা ছাড় হবে।’