মনির হোসেন, বেনাপেল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) গভীর রাতে বাঁকড়ার শিমুলিয়া গ্রামের নাজমুলের বাড়ির ঘর থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে বাঁকড়া তদন্ত কেন্দ্র পুলিশ।
আটককৃতরা হলেন-মুকুন্দপুর গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে বিল্লাল হোসেন (৩৮), শিমুলিয়া গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে রমজান আলী (৪৫), আলীপুর গ্রামের মৃত বাকের আলী সরদারের ছেলে সাহেব আলী (৪২), মুকুন্দপুর গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে সরোয়ার গাজী (৭০) ও ফাইজুর মোড়লের ছেলে আব্দুল উকিল (৬০)। এ সময় তাদের নিকট থেকে ১১ হাজার ৭৫০ টাকা, দুই সেট তাস ও ১টি চটের বস্তা উদ্ধার জব্দ করা হয়।
ঝিকরগাছা থানার (ওসি) মোঃকামাল হোসেন ভূঁইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।