স্পোর্টস ডেস্ক : ভারতের সূর্যকুমার যাদবকে হটিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটিং তালিকার শীর্ষে উঠলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। চার ধাপ এগিয়ে ৮৪৪ রেটিং নিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন হেড। দ্বিতীয়স্থানে নেমে যাওয়ায় সূর্যের রেটিং এখন ৮৪২। হেড ও সূর্যর মধ্যে রেটিং ব্যবধান মাত্র ২।
বুধবার (২৬ জুন) টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে ৯টি চার ও ৪টি ছক্কায় ৪৩ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হেড। এই ইনিংসের সুবাদে প্রথমবারের মত র্যাংকিংয়ের শীর্ষে উঠলেন হেড।
গেল সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে ৬ ও অস্ট্রেলিয়ার সাথে ৩১ রান করায় শীর্ষস্থান হারিয়েছেন সূর্য। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষে ছিলেন সূর্য।
সূর্যর মত র্যাংকিংয়ে এক ধাপ করে অবনতি হয়েছে ইংল্যান্ডের ফিল সল্ট, দুই পাকিস্তানী বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। তিন থেকে পাঁচের মধ্যে আছেন সল্ট, বাবর ও রিজওয়ান।
গেল সপ্তাহে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে সরিয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠেছিলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। সপ্তাহ ঘুরতেই শীর্ষস্থান হারিয়েছেন স্টয়নিস। ভারতের বিপক্ষে ৫৬ রানে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে ২ রানে আউট হন তিনি। এমন পারফরমেন্সে শীর্ষস্থান হারিয়ে তিন ধাপ পিছিয়ে চতুর্থস্থানে নেমে গেছেন স্টয়নিস। ফলে না খেলেই এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন শ্রীলংকার অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা। তার রেটিং ২২২।
এই তালিকায় ২১৪ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন নবি। ১ রেটিং কম নিয়ে তৃতীয়স্থানে আছেন ভারতের হার্ডিক পান্ডিয়া। তিন ধাপ পিছিয়ে ২০৬ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে নেমে গেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ১১ রান ও ১ উইকেট এবং আফগানিস্তানের বিপক্ষে উইকেটশূণ্য থাকার পর গোল্ডেন ডাক মারেন সাকিব। ৭১৯ রেটিং নিয়ে বোলিং তালিকায় শীর্ষস্থানেই আছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।
ব্যাটিং তালিকায় বাংলাদেশের মধ্যে সেরা অবস্থান ধরে রেখেছেন তাওহিদ হৃদয়। তিন ধাপ এগিয়ে ৫৮৭ রেটিং নিয়ে যৌথভাবে ২৭তমস্থানে আছেন হৃদয়। বোলিং তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু এ সপ্তাহে চার ধাপ পিছিয়ে ৬২০ রেটিং নিয়ে ১৮তমস্থানে নেমে গেছেন মুস্তাফিজ।