কর্পোরেট ডেস্ক: ডিজিটাল ট্রান্সফরমেশনের এ যুগে নারীদের প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে কাজ করছে ১৪১৫ এর অধিক শাখা উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি।
“প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক” শীর্ষক বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান করছে ব্যাংকটি। এরই অংশ হিসেবে সম্প্রতি বরিশাল সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষের নিকট দুটি কম্পিউটার উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, উপাধ্যক্ষ প্রফেসর মোসাঃ সালমা বেগম, আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান ফারিহা হায়দার, বরিশাল শাখার ব্যবস্থাপক মোঃ জোবায়ের হোসেন, কলেজটির শিক্ষকমন্ডলী এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।