November 23, 2024 - 2:52 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যহিলিতে পেঁয়াজের দাম আবার বাড়ছে

হিলিতে পেঁয়াজের দাম আবার বাড়ছে

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঈদের পর দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। একদিনের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। ব্যবসায়ীদের মতে, বাজারে সরবরাহ কম থাকায় এ অঞ্চলে পেঁয়াজের দাম বাড়ছে।

একদিন আগেও হিলিতে দেশী পেঁয়াজের দাম ছিল কেজিতে ৮০ টাকা। গতকাল তা বেড়ে পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে আমদানীকৃত পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। একদিন আগেও আমদানীকৃত ভারতীয় পেঁয়াজের দাম ছিল কেজিতে ৭০ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা।

এদিকে গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, সেখানে দেশী পেঁয়াজের প্রয়োজনীয় সরবরাহ রয়েছে। তা সত্ত্বেও পেঁয়াজের দাম বাড়ছে। তবে হিলির বাজারগুলোয় আমদানীকৃত পেঁয়াজের সরবরাহ ঘাটতি রয়েছে।

এ বিষয়ে হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আবুল হাসনাত বলেন, ‘ঈদের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আটদিন পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এ সময় দেশের অন্যান্য স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তাই বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ কম। ফলে দেশী পেঁয়াজের ওপর চাপ বাড়ায় মোকামগুলোয় পেঁয়াজের দাম আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে মোকামে পেঁয়াজের দাম মণপ্রতি ৩ হাজার ৩০০ টাকা। আর মোকাম থেকে ব্যবসায়ীদের পেঁয়াজ কিনতে হচ্ছে কেজিতে ৮২ টাকা ৫০ পয়সায়। পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে ব্যবসায়ীরা তা বাজারে বিক্রি করছেন কেজিতে ৯০ টাকায়।’

আবুল হাসনাত আরো জানান, ঈদের ছুটির পর গতকাল হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশী পেঁয়াজের ওপর থেকে চাপ কমে আসতে পারে।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বাড়ার অজুহাত দেখিয়ে গত বছরের ৭ ডিসেম্বর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত। এর পর থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। দেশটি গত ৪ মে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দরের ২০ জন আমদানিকারক ২৭ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পান। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১৪ মে পেঁয়াজ আমদানি শুরু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

আইসিএমএবি বেস্ট কর্পোরেট পুরস্কার ২০২৩: বাংলাদেশ পুনর্গঠন: কর্পোরেট শ্রেষ্ঠত্বের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা”

নিজস্ব প্রতিবেদক : দি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অফ বাংলাদেশ (আইসিএমএবি) আজ ১৭টি বিভাগে ৪৬ টি তালিকাভুক্ত সহ বিভিন্ন সংস্থা ও কোম্পানিকে...

বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত: আরো ৩০...

বাজার মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধন ও টাকার পরিমাণে লেনদেন। সপ্তাহটিতে...

নতুন সিইসি ও ইসিদের শপথ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক : নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য ৪ নির্বাচন কমিশনার (ইসি) আগামীকাল রোববার দুপুরে শপথ নিচ্ছেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম...

দেশের যেসব অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক : শীতের মৌসুমি বায়ু প্রবেশের পর সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। একই সঙ্গে সারাদেশে ভোরবেলায় কুয়াশা পড়া অব্যাহত রয়েছে।...

বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ, আরও ৬ মেডিক্যাল কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার সকালে বৈরুতের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে...

আরও বেড়েছে আলুর দাম, স্বস্তি নেই সবজিতেও

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাজারে আলুর দাম আরও বেড়েছে। গত সপ্তাহে দুই দফা বেড়ে হয়েছে প্রতি কেজি ৮০ টাকা, যা আগে ছিল ৭০ টাকা। আর...

‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে একঝাঁক তারকাসহ শাকিব খান

বিনোদন ডেস্ক : শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা গত ১৫ নভেম্বর দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একইসঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ বেশ কয়েকটি দেশে। ২২...